ছোট বেলায় একটা ব্যাপার বেশ ভাবাতো আমাকে, 'কেন আ্যম্বুলেন্সের ফ্রন্ট সাইডে মিরর ইমেজে Ambulance শব্দটা লেখা থাকে? শুধু সামনের দিকেই কেন? আর পেছনের দিকেই বা ঠিক অর্ডারে লেখা কেন?'
উত্তরটা বেশ ইন্টারেস্টিং।
এর কারন, চলতি পথে আ্যম্বুলেন্সের সামনে থাকা গাড়িগুলোর ড্রাইভার যেন নিজেদের গাড়ির 'রিয়ার ভিউ মিররে' AMBULANCE শব্দটা পড়তে পারে, তারপর নিজের গাড়ি নিয়ে এক পাশে সরে জায়গা করে দেয় পেছনে থাকা আ্যম্বুলেন্সকে সামনে চলে আসতে। ঠিক অর্ডারে AMBULANCE শব্দটা লেখা থাকলে আয়নায় থেকে সেটা পড়া যাবেনা।
ফায়ারসার্ভিসের গাড়িগুলোতেও সামনের দিকে একই কারনে মিরর ইমেজে লোগো দেয়া।
#কেনএটাএমনকেনওটাওমন
No comments:
Post a Comment