Sunday, January 11, 2015

আফ্রিকার যেই গ্রামের প্রত্যেকটা ঘরই একেকটা শিল্পকর্ম

পশ্চিম আফ্রিকার একটা ল্যান্ড-লকড কান্ট্রি ‘বারকিনা ফাসো’। ল্যান্ড-লকড কান্ট্রি বলতে সেই দেশগুলোকে বোঝায় যেই দেশগুলো চারদিক দিয়ে সম্পুর্নভাবে ভূমি দ্বারা বেষ্টিত; কোন সমুদ্র নেই যেগুলোর।
দেশটা কোনোদিক দিয়েই টুরিস্ট স্পট না। কারন দেখার মত কিছু নেই এখানে। তবে বৃত্তাকার, ১.২ হেক্টর জায়গা জুড়ে এমন একটা গ্রাম আছে এখানে, যেই গ্রামের প্রত্যেকটা ঘরই একেকটা শিল্পকর্ম। ছবিতে তবে দেখুন গ্রামটাকে।


ছবিঃ messynessychic.com এর সৌজন্যে।
















No comments:

Post a Comment