Monday, January 12, 2015

PK নিয়ে মাতামাতি করা কেন উচিত নয়?

PK মুভির পরিচালক রাজকুমার হিরানীকে উপস্থাপক জিজ্ঞেস করেছিলেন, ‘Do you believe in God?’
হিরানী বলেছিলেন, ‘I am confused.’

ভগবানের অস্তিত্বে সন্দেহবাদী এমন পরিচালক পৈত্রিক ধর্মের ‘আসারতা’ বা ‘কুসংস্কার’ উপজীব্য করে মুভি  বানাতে পারেন। হিরানী যদি ‘ভাল’ বা ‘গোঁড়া’ হিন্দু হতেন, তিনি কিন্তু এই কন্সেপ্টের মুভি বানাতেন না।



আর এই ব্যাপারটা ‘কিছু’ মুসলিম উপলব্ধি করতে না পারার কারনে মুভিটা নিয়ে অনেক উচ্ছ্বাস দেখাচ্ছেন।  ফেইসবুকে স্ট্যাটাস-পোস্ট দিয়ে এক্কেবারে হুলুস্থুল কাণ্ড - এক ‘হিন্দু’ পরিচালক হিন্দু ধর্মের কিছু দিক নিয়ে কটাক্ষ করে মুভি বানিয়েছেন, কী বাহবা কী বাহবা!


ধরুন এই হিরানীই একটা মুভি বানালেন যেখানে তার দৃষ্টিতে ইসলামের ‘ভুল’ গুলোকে সমালোচনা করে শোধরানোর জন্য বলা হচ্ছে।

আচ্ছা তার কথা বাদ দিন।

'ইনোসেন্স অফ মুসলিমস' এর কথা ভুলে গিয়েছেন?

তারেক মাসুদের রানওয়ে আর মোস্তফা সারওার ফারুকির টেলিভিশন মুভিতে ইসলামের পর্দা প্রথা সহ অনেক ব্যাপারগুলোকেই কটাক্ষ করা হয়েছে। আপনার কেমন লেগেছিল তখন?

খারাপ লেগে থাকলে আপনার কেন মনে হচ্ছে আজ  হিন্দুদের ভাল লাগবে?

আপনি আজ তাদের ধর্মের সমালোচনা দেখে খুশি হচ্ছেন, কাল আপনার ইসলামকে কটাক্ষ করে কোন মুভি বানালে তখন তারা উচ্ছ্বাসিত হবে। এবং শুরুটা আমরাই করেছিলাম – সেটা তখন অস্বীকার করার জো থাকবেনা।

অন্য কোন ধর্মে কী থাকা উচিত কী থাকা উচিত না বা সংস্কার কেমন হওয়া উচিত – Trust me, you have nothing to do with them। ক্যাথোলিক-প্রটেস্ট্যান্ট মধ্যকার মারামারি-কামড়াকামড়ি যেমন কোন মুসলিমের concern হওয়া উচিত নয়, পলিথিস্টরা কয়জন ভগবান মানবে বা পেইগানরা মুর্তি পূজা করবে কি করবেনা, সেটা নিয়ে বিরোধ দেখে খুশি হয়ে কারও পিঠ চাপড়িয়ে দেয়া উচিত নয়।

আপনাকে তো অনেক কাজ দিয়ে আল্লাহ্‌ দুনিয়াতে পাঠিয়েছিলেন। PK নিয়ে অ্যানালাইসি করে আর অন্য ধর্মে পোদ্দারি করে ফালতু সময় নষ্ট করা যে সেই কাজের মধ্যে ছিলনা সেটা বলাই বাহুল্য।

No comments:

Post a Comment