হোমপেইজ থেকে বিশেষ কোন শব্দ বা বাক্য সম্বলিত লেখা ফিল্টার করতে চান? এই পোস্ট তবে আপনার জন্য!
- ল্যাপটপ বা ডেস্কটপ (মোবাইল থেকে হবেনা)
- মোযিলা বা গুগল ক্রোম ব্রাউযার।
১. F.B. Purity নামের একটা অ্যাড-অন আপনার ব্রাউযারে ইন্সটল করুন। মোযিলার জন্য এখানে (http://goo.gl/0qeBdl) আর ক্রোমের জন্য এখানে (https://goo.gl/C0kfdy) প্রবেশ করুন।
২. অ্যাড-অনটা ইন্সটলড হবার পর আপনার হোমপেইজে যান। স্ট্যাটাস লেখার বক্সের নিচে থাকা F.B. Purity বাটনটার ওপর ক্লিক করুন।
৩. যে উইন্ডো আসবে তার ডানপাশে একটা বক্স দেখতে পাবেন। এই বক্সটার মধ্যেই আসল কাজ আমাদের।
ধরুন, আপনি চাইছেন ‘প্রেম’ সংক্রান্ত সমস্ত লেখা হোমপেইজ থেকে ফিল্টার করতে। তাহলে এই বক্সটার মধ্যে লিখুন ‘প্রেম’ (ইনভার্টেড কমা ছাড়া)। ধরুন, এবার আপনি চাইছেন ‘ভালোবাসা’ শব্দটাও হোমপেইজ থেকে ফিলটার করতে। তাহলে নিচের লাইনে গিয়ে লিখুন ‘ভালোবাসা’। এভাবে প্রতিটা আলাদা শব্দ আলাদা আলাদা লাইনে বসবে। পাশাপাশি কিছু শব্দ বসালে সেটাকে বাক্য হিসেবে ধরা হবে।
৪. উইন্ডোর একেবারে নিচে চলে আসুন। সেখানে ‘Save and Close’ নামে একটা বাটন দেখতে পাবেন। বাটনটায় ক্লিক করে বের হয়ে আসুন।
কাজ শেষ। প্রেম আর ভালোবাসা লেখা আছে এমন সমস্ত পোস্ট আপনার হোমপেইজ থেকে বিদায় নিবে কাজগুলো করার পর।
এই অ্যাড-অনটা দিয়ে আরও অনেক অনেক কাজ করা যায়। সেসব নিয়ে অন্যদিন কথা বলবো।
এই অ্যাড-অনটা দিয়ে আরও অনেক অনেক কাজ করা যায়। সেসব নিয়ে অন্যদিন কথা বলবো।
No comments:
Post a Comment