Wednesday, December 11, 2013

তোমরা যারা লাকিকে নিয়ে আজেবাজে কথা বল



তোমরা যারা লাকিকে নিয়ে আজেবাজে কথা বল,



তোমরা হচ্ছ স্বাধীনতার চেতনা বিরোধী। তোমরা সেই অশুভ শক্তির বাহক যা বারবার পরাজিত হবে তারুণ্যের কাছে। তোমাদের নিয়ে আমি কোন স্বপ্ন দেখিনা। তোমরা কি জান লাকি মেয়েটা কত নারীর প্রথম ঈর্ষা; কত পুরুষের স্বপ্ন কন্যা?
গাঁজার কল্কি টেনে বুকের ওড়না গলায় পেঁচিয়ে কত কষ্ট করে যে স্লোগান দেয় মেয়েটা, তা দেখে আমার শ্রদ্ধাদণ্ড সটান দাড়িয়ে যায়। মেয়েটা একা বাংলার যতগুলো মানুষ কে মাতিয়ে রাখতে পারে, তোমরা স্বাধীনতা বিরোধীরা সব এক হলেও সেটা পারবেনা; বিশ বছর আগের শাবানায আযমি কে নিয়ে আসলেও না।  লাকি বর্তমান তরুন প্রজন্মের এক জীবন্ত আদর্শ। এই আদর্শকে সামনে রেখে বড় হয়ে উঠুক দেশের প্রতিটা কিশোরী।

এই মুহূর্তে আবারও খুব অনুভব করছি শাহাবগের সেই মুহূর্ত গুলো। কত সুন্দর সময়ইনা ছিল সেগুলো! সরকারকে আমার আন্তরিক ধন্যবাদ তরুন প্রজন্মকে আবারও শাহাবাগে চলে আসার সুযোগ করে দেয়ার জন্য। সেবার রাত যাপন করে যেতে পারিনি। আমার ছাত্রছাত্রীদের মুখে শুধু শুনে গেছি রাতের কথা গুলো। শুনে গেছি আর নিজ শরীরের জিনের উপর তীব্র আক্রোশে নীরবে জ্বলে-পুড়ে গেছি - কেন বৃদ্ধ হলাম আমি, কেন ভরা তারুন্যে আজ নেই আমি? তোমরা কিন্তু এই সুযোগ কেউই মিস করবেনা। সুযোগ বারবার আসেনা।

জয় বাংলা।

No comments:

Post a Comment