দিল্লীর চলন্ত বাসে ২৩ বছরের এক মেডিকেলের ছাত্রীকে একে একে পাঁচ নরপশু ধর্ষণ করে অর্ধউলঙ্গ অবস্থায় রাস্তায় ফেলে দেয়ার ঘটনায় উত্তাল গোটা ভারত কদিন ধরে।
না, কোন এক বিচ্ছিন্ন ঘটনা নয় এটা। পশ্চিমা উগ্র সংস্কৃতির সাথে দাসত্ব মনোভাবাপন্ন ভারতীয় সমাজের মিলন, বলিউডের অশ্লীলতার প্রচারক চলচিত্র, আর আধুনিক শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার চরম পর্যায়ের অনুপস্থিতি সহ গোটা
সমাজ ব্যবস্থাই এই ঘটনার জন্য দায়ী। অবাক লাগলো আজ ভারতীয় পেইজ গুলো ঘুরে দেখে, পুরো ভারতময় প্রতিবাদী গুঞ্জন- "রেপিস্ট কো সাযা দো"। অথচ তাদের চ্যানেল গুলোতে একজন নারীকে কী হিসেবে উপস্থাপন করা হয়, সেটা কি ভেবে দেখেছেন তাদের কেউ? পৃথিবীর কোন অঞ্চলের নববধুরা পরপুরুষের পারফিউমের ঘ্রাণে ঝাপিয়ে পরে যেন? অবশ্যই ভারতের! কেন, খেলার চ্যানেল গুলো দেখেলেও তো এর উত্তর অজানা থাকার কথা নয়? এগুলোই তো উপস্থাপন করা হচ্ছে, নারীদেরকে এমন Sex Tool হিসেবে প্রচার না করাটাই বরং কেমন যেন অন্যায় অন্যায় ঠেকে দিগম্বর বাবাদের দেশে! বলুন তো দেখি, যেখানে উঠতি বয়সের একটা মেয়েকে গ্ল্যামারের ফাঁদে ফেলে আবেদনময়ী করে চাবি দেয়া পুতুলের মত দম দিয়ে রাস্তার বিলবোর্ড থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে চ্যানেল গুলোতে ছেড়ে দেয়া হচ্ছে, একটা ছেলেকে শেখানো হচ্ছে "ওই দেখ, ওটা একটা আইটেম, এক্স গায়ে মেখে চাইলেই তাকে বিছানায় নিতে পারো!", যেখানে একজন নারীকে উপস্থাপনই করা হয় পুরুষের মনোরঞ্জনকারী ভোগ্য বস্তু হিসেবে, যেখানে নারীর আবেদন আর পুরুষের উত্তেজনাকে পুঁজি করে করা হয় ব্যবসায়- এমন এক আজব সমাজ ব্যবস্থায় ধর্ষণের ঘটনার জন্য আপনি কাকে দায়ী করবেন? মেয়েকে, ছেলেকে, নাকি ওই সমাজ টাকেই? আমি আমার রায় দিয়ে যাই, "The society made those rapists and finally raped the girl."
মাত্র চারদিন আগে ভারতে ঘটে যাওয়া ন্যাক্কারজনক এক ঘটনা থেকে আমাদের শিক্ষা নেয়ার অনেক কিছুই আছে।
আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি। ওই মেয়েটি আপনার ছোট বোন হয়ে থাকলে আজ কী শাস্তি চাইতেন ধর্ষক-পালের বিরুদ্ধে? অথবা, মেয়েটি আপনার সন্তান হয়ে থাকলে?
আপনার আমার কথা বাদ দিন। চলুন দেখি, যে ঘরের ঘটনা, সে ঘরের মানুষের কী দাবী।
আমি আগেই বলেছিলাম দুদিন ধরে ভারতীয় পেইজ গুলোর ওপর চোখ রাখছি আমি। প্রতি পেইজের প্রতি পোস্টেই এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। প্রতিবাদী এক ভাষার মধ্যে এই ছবিটিও আছে। এক ভারতীয় পেইজের পোস্ট থেকে এই ছবিটি সংগৃহীত এবং মন্তব্য গুলো সেই পোস্টেরই।
আপনার আমার কথা বাদ দিন। চলুন দেখি, যে ঘরের ঘটনা, সে ঘরের মানুষের কী দাবী।
আমি আগেই বলেছিলাম দুদিন ধরে ভারতীয় পেইজ গুলোর ওপর চোখ রাখছি আমি। প্রতি পেইজের প্রতি পোস্টেই এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। প্রতিবাদী এক ভাষার মধ্যে এই ছবিটিও আছে। এক ভারতীয় পেইজের পোস্ট থেকে এই ছবিটি সংগৃহীত এবং মন্তব্য গুলো সেই পোস্টেরই।
//Amandeep Singh: saudia arabia mai jese gardan kata jata hai india mai wese shuru akr de na aadhe se jad acrime hone se pehle kahtam ho jayenge//
//bu Panjiyar: Saudi Arabia jaise rule hona chahi ye//
//Saurabh Rawat: great job by Saudi//
//bu Panjiyar: Saudi Arabia jaise rule hona chahi ye//
//Saurabh Rawat: great job by Saudi//
কী বুঝলেন? আমাদের সুশীল সমাজে ‘বর্বর' বলে পরিচিত ইসলামি শারিয়াহ কেই কেন যেন শেষে দিগম্বর বাবাদের দেশের মানুষ পছন্দ না করে পারলনা!
এখন আমার প্রথম প্রশ্নে চলে আসুন। চোখ দুটো বন্ধ করে ভাবুন এক মিনিট - আপনি বিচারকের আসনে, এবং এই ঘটনা ঘটে গেল আপনারই বোন কিংবা মেয়ের সাথে – কী শস্তি দিতে চাইতেন তাদের?
এখন আমার প্রথম প্রশ্নে চলে আসুন। চোখ দুটো বন্ধ করে ভাবুন এক মিনিট - আপনি বিচারকের আসনে, এবং এই ঘটনা ঘটে গেল আপনারই বোন কিংবা মেয়ের সাথে – কী শস্তি দিতে চাইতেন তাদের?
No comments:
Post a Comment