নাহিয়ান ছেলেটা আমার কলেজেই পড়ত, একই গ্রুপে পড়ত - বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ রাইফেলস পাবলিক স্কুল আ্যন্ড কলেজ।
ও আমার সাথেই ঢাবির ফ্যাকাল্টি অফ বিযনেস স্টাডিযে পড়ত। ও মার্কেটিং নিয়ে, আর আমি ব্যাংকিং নিয়ে।
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে যুঝতে না পেরে শেষ-মেষ গতকাল মারাই গেল ও।ও আমার সাথেই ঢাবির ফ্যাকাল্টি অফ বিযনেস স্টাডিযে পড়ত। ও মার্কেটিং নিয়ে, আর আমি ব্যাংকিং নিয়ে।
আর আমি এখনো বেঁচে আছি। তবে ওর মৃত্যু আমাকে মনে করিয়ে দিল, আমার এই বেঁচে থাকা আসলে তেমন কিছু না, ওয়েটিং লিস্টে ওর পেছনে দাঁড়িয়ে ছিলাম বলেই তাকে নিয়ে লিখতে পারছি। ওয়েটিং লিস্টে ও আমার পেছনে থাকলে হয়ত আজ এই স্ট্যাটাস ও আমাকে নিয়ে লিখত।
আল্লাহ্ যেন আমাদের সবাইকেই নিজের মৃত্যুর পূর্বে আখিরাতের জন্য প্রয়োজনীয় মাল-সামান পাঠিয়ে দেয়ার তৌফিক দেন।
No comments:
Post a Comment