Monday, November 10, 2014

মানুষের মৃত্যু - ২

আজ সকালে বাথরুমে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিলেন আমার এক আত্বীয়া। একটু আগে তিনি মারা গিয়েছেন।

আঘাত পাওয়ার  সাথে সাথেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। কেউ জানতে পারেনি  যে সেই জ্ঞান আর ফিরবে না।

উনার বয়স কিন্তু পঞ্চাশ-ষাট ছিলনা। সদ্য অনার্স পাশ, ২৫শের মত হবে। কোন রোগে আক্রান্ত ছিলেন না। বিয়েও হয়নি। আমি কখনো দেখিনি তাকে।

এটা ছিল শুধুই একটা 'স্লিপ' খাওয়া। বেশি কিছু লাগেনি মালাকুল মাউতের।

মৃত্যু জিনিষটা এত সার্টেইন, আমি যে বেঁচে আছি, এই ব্যাপারটাই আমাকে অনেক অবাক করে দেয় এখন।

No comments:

Post a Comment