Friday, November 28, 2014

মানুষের মৃত্যু - ১

ফিলিপ হিউজের মৃত্যুতে আমরা শোকার্ত হতে জানি, RIP বলে স্ট্যাটাস দিতে জানি। কিন্তু জানিনা তার মৃত্যু থেকে শিক্ষাগ্রহণ করতে।

বিয়ে হবে, সন্তান-সন্তুনি দিয়ে ঘর ভরে যাবে, বয়স ষাট-পঁয়ষট্টির উপরে যাবে, অনেক জায়গা-জমি আর সম্পদের মালিক হব, একসময় বার্ধক্য জনিত রোগে ধরবে আর এরপর মারা যাব – নাহ, এমন ভাবে মৃত্যুর গ্যারান্টি আল্লাহ্‌ আপনাকে কখনোই
কোথাও দেন নি।

নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে হাঁটছেন, আর মাথার তালুতে একটা ইট খসে পড়ল - আল্লাহ হয়ত এভাবেই আপনার মৃত্যু লিখে রেখেছেন।


বাসে উঠতে যাবেন, এক  পা রাখলেন আর আরেক পা ফসকে গেল, তালগোল পাকিয়ে একদম চাকার নিচে চলে গেলেন – এভাবে আপনার মৃত্যু আল্লাহ্‌ চাইতেই পারেন। 

সেলফি তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু, ফাঁসির অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে বাচ্চাদের মৃত্যু – এসব মৃত্যুর জন্যেও কিন্তু তারা প্রস্তুত ছিলনা।

আরও কত ভাবে যে ‘হঠাৎ’ মৃত্যু আমাদের সামনে আসতে পারে, সেটার Permutation-Combination টা একমাত্র আল্লাহ্‌ নিজে জানেন। 

আল্লাহ্‌ যেন আমাদের এমন আকস্মিক মৃত্যু না দেন। মৃত্যুর আগে জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেয়ার সুযোগটা যেন অন্তত দেন।  মৃত্যুর আগেই নিজেদের মাল-সামান আখিরাতের জন্য পাঠিয়ে দেয়ার তৌফিক দেন। আমীন।

No comments:

Post a Comment