Friday, November 28, 2014

না করতে শিখুন

স্পষ্টভাবে কাউকে ‘না’ বলে দিতে পারা একটা বড় গুন। সবার মধ্যে এই গুনটা নেই। যার মধ্যে নেই, তাকে জীবনে অনেক দুর্ভোগ পোহাতে হয়। মন্দ মানুষেরা তাকে দিয়ে কার্যসিদ্ধি করিয়ে নেয়ার ধান্দায় থাকে। বেশিরভাগ সময় গছিয়ে দেয়া কাজগুলো সে গিলতেও পারেনা, মুখ দিয়ে উগড়ে দিতেও পারেনা। আর বোকার মত সব দায়ভার নিজের কাঁধেই নিয়ে নেয়।

No comments:

Post a Comment