Saturday, December 13, 2014

লিঙ্গ এবং শাহাবাগ

পুরুষাঙ্গ নিয়ে কদিন আগে এক দৈনিক পত্রিকার ‘স্বাস্থ্য কথন/স্বাস্থ্য কনিকা’ নামে সপ্তাহের বিশেষ আয়োজন পাতায় খুব ইন্টারেস্টিং একটা লেখা পড়েছিলাম।

‘আপনার জিজ্ঞাসা’ নামে প্রশ্নোত্তরের একটা পর্ব আছে সেখানে। উত্তর দিয়ে থাকেন দেশের প্রখ্যাত কোন এক ত্বক, চর্ম ও যৌন বিশেষজ্ঞ যেন; নামটা মনে করতে পারছিনা তাঁর। প্রশ্নগুলোর ধরনও ছিল বটে! কেউ সন্তুষ্ট করতে পারেনা, কেউ বিয়ে
করতে ভয় পায় তো আবার কেউ Premature Ejaculation এর শিকার। এরই মধ্যে এক ভদ্রলোকের প্রশ্নে চোখ আটকে যায় আমার। প্রশ্ন না বলে সেটাকে ওই ভদ্রলোকের আতংক বললে মানানসই হবে। গুছিয়ে বলতে গেলে তার প্রশ্নটা ছিল নিজ লিঙ্গের আকার নিয়ে – কদিন পরই তার বিয়ে, কিন্তু তার ধারনা তার বিশেষ অঙ্গটা আক্ষরিক অর্থেই খুব ছোট এবং যে কারনে তার রাতের ঘুম হারাম।

প্রশ্নটা না যতটা ইন্টারেস্টিং ছিল, আমার কাছে তার চেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছিল সেই বিশেষজ্ঞের উত্তর। প্রশ্নকারীকে মনের সমস্ত ভয়-ডর দূর করে আশ্বাস দেয়ার এক পর্যায়ে তিনি যা বললেন সেটা অনেকটা এমনঃ

“...আমার ধারনা আপনি অনেক পর্ণ দেখেন। যে কারনে নিজ লিঙ্গের আকার নিয়ে আপনার এত অমুলক দুশ্চিন্তা আর অযথা ইনফেরিওরিটি কমপ্লেক্সিটিতে ভুগছেন। মনে রাখবেন পর্ণ মুভির অভিনেতাদের লিঙ্গের আকারও আর দশটা সাধারন পুরুষদের মতই। দামী দামী এইচডি ভিডিও গুলোকে শুইয়ে, বসিয়ে, কাছে নিয়ে, চারপাশ থেকে ঘুরিয়ে এমন সব এঙ্গেল থেকে ভিডিও করে যে আকারে অনেক বৃহৎ মনে হয়...।”


------------------
শাহাবাগের অবস্থাটা আমার কাছে ওই লিঙ্গের মতই। চ্যানেল আই, ৭১ টিভি, বিডিনিউয২৪.কম আর প্রথম আলোরা ওই ‘দামী দামী এইচডি ভিডিও/ক্যমেরা’ দিয়ে কয়েকটা মানুষ কে ‘শুইয়ে, বসিয়ে, কাছে নিয়ে, চারপাশ থেকে ঘুরিয়ে এমন সব এঙ্গেল থেকে ছবি তুলে’ যে  রাস্তায় পিকনিক করতে আসা ওই ১০/১৫ টা মানুষের জমায়েত হয়ে যায় ‘হাজারো প্রানের মহাসমারোহ” আর “লাখো মানুষের ঢল”।

ফুলিয়ে-ফাঁপিয়ে টেনে বড় করে একককে সহস্র বানানোর দিন শেষ। ভূমিষ্ঠ হওয়া গ্যাদা ছাও-ও হেসে দিবে এখন।

No comments:

Post a Comment