Wednesday, December 3, 2014

হিজাব নিয়ে কিছু কথা

হিজাব পালন করার উদ্দেশ্য এটা কখনোই নয় যে নারীকে বে-হিজাবি অবস্থার চেয়ে আরও সুন্দর আর আকর্ষনীয় লাগবে।

কোন নারী যদি হিজাব পালন করে আর তার পর থেকে তাকে দেখে পরপুরুষেরা ‘ক্রাশ’ খেতে থাকে, প্রেম পত্র আর কনফেশনে নিজে ছেয়ে যেতে থাকে, তবে সেই নারীর হিজাবটা কোন অবস্থাতেই হিজাব ছিলনা।

"দেখ, হিজাব করার পর থেকে ওকে অনেক সুন্দর লাগেনা?"

আমার শোনা একেবারেই ফালতু তবে বেশ কমন একটা কথা এটা। 


কাল রঙের দুটো বক্স। একটার মধ্যে আইফোন সিক্স, যেটার আগাগোড়া চারপাশ একদম সিলগালা করা, দেখে বোঝার উপায় নেই যে কি আছে এর মধ্যে এবং কোন মানুষ জানেনা কি আছে এতে। অন্য বক্সটায় একটা আইফোন ফাইভ, চারপাশটা যদিও ঢাকা তবে উপরের মুখ খোলা, দিব্যি সবাইকে জানান দিয়ে যাচ্ছে নিজের অস্তিত্ত্ব।

মানুষ ওই আইফোন ফাইভটার দিকেই নজর দিবে। দামী (costly) জিনিষকে কিছুটা ঢেকে কিছুটা খুলে দিলে সেটার অ্যাপিল মানুষের কাছে খুব বেড়ে যায়। অথচ এর চেয়েও দামী (costlier) জিনিষকে যদি একদম ঢেকে দেয়া হয় মানুষকে না জানিয়ে, মানুষ কোন আকর্ষনই বোধ করবেনা সেটার প্রতি।

আল্লাহ্‌র এই দুনিয়ায় একজন নারী যে কতটা দামী, সেটা বোঝার ক্ষমতা বোধয় তাঁদের নেই।

No comments:

Post a Comment