ছোট বেলায় আমার প্রিয় একজন ব্যক্তি ছিল ম্যাজিশিয়ান ডেভিড কপারফিল্ড।
তাকে উপাধি দেয়া হয়েছিল তিনটে; Magician of the Year, Magician of the Century, Magician of the Millennium।
গিনেয বুক অফ রেকর্ডসের হিসাব অনুযায়ী, কপারফিল্ড হচ্ছে সেই ব্যক্তি যার প্রোগ্রামের টিকিট বিক্রি হয়েছিল পৃথিবীর ইতিহাসে যে কোন সোল এন্টারটেইনারের প্রোগ্রামের চেয়ে বেশি; মোর দ্যান মাইকেল জ্যাকসনস, এলভিস অ্যান্ড ম্যাডোনাস। এ্যাওয়ার্ডের দিক দিয়ে কোন ম্যাজিশিয়ান যার ধারের কাছেও নেই।
জীবিত অবস্থাতেই যিনি পেয়েছেন ২২টা এমি এ্যাওয়ার্ড, হলিউডের ওয়াক অফ ফেইমের ‘স্টার’ এ্যাওয়ার্ড, প্রথম জাদুকর হিসেবে ফ্রেঞ্চ সরকারের ‘নাইট হুড’, লাইব্রেরি অফ কংগ্রেসের ‘লিভিং লিজেন্ড’ এ্যাওয়ার্ড। এবং ১১ টা গিনেয রেকর্ডসের অধিকারী।
একমাত্র মানুষ, যার ছবি পৃথিবীর ছয়টি দেশের ডাকটিকিটে ছিল।
তার বিখ্যাত কিছু জাদুর মধ্যে আছেঃ স্ট্যাচু অফ লিবার্টি জনসম্মুখে অদৃশ্য করে দেয়া, ডেথ স’, চীনের প্রাচীরের এক প্রান্ত দিয়ে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে বের হওয়া, নিজ দেহের নিম্নাংশ থেকে উপরের অংশ আলাদা করে হাঁটাহাঁটি করা।
তাকে উপাধি দেয়া হয়েছিল তিনটে; Magician of the Year, Magician of the Century, Magician of the Millennium।
গিনেয বুক অফ রেকর্ডসের হিসাব অনুযায়ী, কপারফিল্ড হচ্ছে সেই ব্যক্তি যার প্রোগ্রামের টিকিট বিক্রি হয়েছিল পৃথিবীর ইতিহাসে যে কোন সোল এন্টারটেইনারের প্রোগ্রামের চেয়ে বেশি; মোর দ্যান মাইকেল জ্যাকসনস, এলভিস অ্যান্ড ম্যাডোনাস। এ্যাওয়ার্ডের দিক দিয়ে কোন ম্যাজিশিয়ান যার ধারের কাছেও নেই।
জীবিত অবস্থাতেই যিনি পেয়েছেন ২২টা এমি এ্যাওয়ার্ড, হলিউডের ওয়াক অফ ফেইমের ‘স্টার’ এ্যাওয়ার্ড, প্রথম জাদুকর হিসেবে ফ্রেঞ্চ সরকারের ‘নাইট হুড’, লাইব্রেরি অফ কংগ্রেসের ‘লিভিং লিজেন্ড’ এ্যাওয়ার্ড। এবং ১১ টা গিনেয রেকর্ডসের অধিকারী।
একমাত্র মানুষ, যার ছবি পৃথিবীর ছয়টি দেশের ডাকটিকিটে ছিল।
তার বিখ্যাত কিছু জাদুর মধ্যে আছেঃ স্ট্যাচু অফ লিবার্টি জনসম্মুখে অদৃশ্য করে দেয়া, ডেথ স’, চীনের প্রাচীরের এক প্রান্ত দিয়ে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে বের হওয়া, নিজ দেহের নিম্নাংশ থেকে উপরের অংশ আলাদা করে হাঁটাহাঁটি করা।
No comments:
Post a Comment