Sunday, January 11, 2015

Stock Market/শেয়ার বাজার ইত্যাদি শব্দ গুলো পরিহার করুন

Stock Market/শেয়ার বাজার ইত্যাদি শব্দ গুলো পরিহার করুন। যথার্থ এবং যৌক্তিক শব্দটি হচ্ছে 'ক্যাপিটাল মার্কেট'।

এর কারন, আমরা যেটিকে শেয়ার বাজার বলি, সেখানে কোম্পানির শুধু শেয়ারই ক্রয়-বিক্রয় হয়না, বন্ড-ডিবেঞ্চার (ঋণপত্র) ইত্যাদিও কেনা-বেচা হয়। অথচ Stock Market বা শেয়ার বাজার শব্দটি দিয়ে শুধু একটি পক্ষকেই নির্দেশ করে থাকে, মালিকানা পক্ষটিকে। তাই শুদ্ধ শব্দটি হচ্ছে ক্যাপিটাল মার্কেট/মূলধন বাজার, যেখানে একপক্ষ দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহ এবং অপর পক্ষ তা সংগ্রহ করে হয় মালিকানা ভিত্তিতে (শেয়ার ইস্যু করে) অথবা ঋণের ভিত্তিতে (ঋণপত্র ইস্যু করে)।

No comments:

Post a Comment