আসলের বাইরে যা অতিরিক্ত তাই রিবা, ইন্টারেস্ট বা সুদ।
জরুরি প্রয়োজনে এয়ারটেলে লোন নিয়েছিলাম। নিয়েই ভাবলাম, এ আমি কী করলাম। ব্যাটাদের কাছ থেকে ৫ টাকা লোন নিলে ৬.৫ টাকা ফেরত নিবে, ১০ টাকা নিলে ১২ টাকা ফেরত নিবে। এই অতিরিক্ত ১.৫ টাকা আর ২ টাকা সরলহারের সুদ। এ এক প্রকাশ্য এবং স্পষ্ট সুদের কারবার এয়ারটেলের। যে এই লোন নিয়ে তার ওপর সুদ দিবে,
রাসূলুল্লাহ তার ওপরও অভিসম্পাত করেছেন।
সহীহ সনদে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদখোর, সূদদাতা, সূদের সাক্ষীদ্বয় এবং সূদের হিসাব রক্ষক বা দলীল লেখককে অভিসম্পাত করেছেন।
[মুসলিম ১৫৯৭, তিরমিযী ১২০৬, আবূ দাউদ ৩৩৩৩, আহমাদ ৩৭২৯, ৩৭৯৯, ৩৮৭১, ৪০৭৯, ৪২৭১, ৪৩১৫, ৪৩৮৯, ৪৪১৪, দারেমী ২৫৩৫]
বাংলালিংকের লোন আবার এমন নয়। ১০ টাকা লোন নিলে ওই ১০ টাকাই কেটে নেয়।
No comments:
Post a Comment