স্টিফেন হকিংসকে আপনি বলতে শুনবেন যে, ঈশ্বর বলে কেউ নেই। তাকে কিন্তু আপনি কখনোই বলতে শুনবেন না যে, ইসলাম একটা বর্বর ধর্ম।
তবে তসলিমা, আসিফ, আজাদ আর শরীফদের কথা ভিন্ন। তাদের আপনি কখনই বলতে শুনবেন না যে, ঈশ্বর বলে কেউ নেই। বরং তারা সবসময়ই বলবে যে, ইসলাম একটা বর্বর ধর্ম।
পোড় খাওয়া নাস্তিক আর পাতি নাস্তিকদের মধ্যে এটাই সবচেয়ে বড় ফারাক। সত্যিকারের নাস্তিকদের একটা আদর্শ আছে। তারা যুক্তি, দর্শন আর বিজ্ঞানের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করে যে ঈশ্বর বলে আসলে কিছুই নেই। কিন্তু তারা পারটিকুলার কোন ধর্মের প্রতি বিষেদাগার করেনা।
অ্যামেরিকা-ইয়োরোপ কান্ট্রি গুলোতে আপনি যদি বসাবাস করেন, সেখানে আপনি এমন অনেক মানুষকে আবিষ্কার করবেন যারা নাস্তিক, কিন্তু সেটা বুঝতে আপনার অনেক সময় নিবে। এর কারন, তারা ধর্ম নিয়ে আপনার সাথে কোন কথা বলবেনা, ধর্মের প্রসঙ্গ চলে আসে এমন কোন বিষয়ের অবতারনা পর্যন্ত করবেনা। কাজেই আপনি সহজে বুঝে উঠতে পারবেন না যে ধর্ম নিয়ে তার বিশ্বাস কী আসলে। দ্যা মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইয, রামাদানে আপনি রোযা রাখলে আপনাকে অনেক উৎসাহ দিবে তারা, ডোরমিটোরিতে আপনার পাশের বেডে শুয়ে থাকা নাস্তিক রুমমেট টাও ফযরের সময় জাগিয়ে দিবে আপনাকে।
কিন্তু ‘ডাকাত’ আরবেরা অর্থনৈতিক ভাবে চাঙ্গা হওয়ার জন্য হাজ্ব-এর প্রবর্তন করেছিল, মুসলিম ব্যাটারা শুধু তাদের বউ পেটায়, কুরবানি একটা মধ্যযুগীয় প্রথা – এমন কথাগুলো শুধু পাতি নাস্তিকগুলোর মুখেই শুনবেন। আমি এদের নাস্তিক না বলে ‘ইসলাম হেইটারস’ বলতে পছন্দ করি।
তাই একটা কথা এখন সবসময়ই বলি, “nowadays you don’t see atheists; you see only Islam haters”।
No comments:
Post a Comment