Sunday, January 25, 2015

৫০টি বাংলা ইউনিকোড ভিত্তিক ফন্ট, আপনাদেরই জন্য

ব্যস্ততার কারনে অনেকদিন যাবত নিয়মিত লেখা হচ্ছেনা। কী শেয়ার করা যায় আপনাদের সাথে? -  ভাবতে ভাবতেই মাথায় খেলে গেলো আমার সংগ্রহে থাকা ৫০টির মত বাংলা ইউনিকোড ভিত্তিক ফন্ট নিয়ে লেখার চিন্তা। ডাউনলোডের আগে চলুন দেখে নেই এক পলক কী কী ফন্ট দিতে যাচ্ছি আজ।




সাধারন লেখার জন্য OmriconLab এর ওয়েবসাইট থেকে সংগৃহীত ৩০ টি ইউনিকোড + ২ টি আনসি ভিত্তিক বাংলা
ফন্ট, যেগুলোর মধ্যে আছেঃ
·         AdorshoLipi_20-07-2007.ttf
·         akaashnormal.ttf
·         Alipi_no.ttf
·         AponaLohit.ttf
·         Azad_27-02-2006.ttf
·         Bangla.ttf
·         Bensen.ttf
·         BenSenHandwriting.ttf
·         Durga_03-09-2005.ttf
·         Godhuli_03-09-2005.ttf
·         kalpurush.ttf
·         kalpurush ANSI.ttf
·         LikhanNormal.ttf
·         Lohit_14-04-2007.ttf
·         Mitra.ttf
·         Mohua_07-09-05.ttf
·         Mukti_1.99_PR.ttf
·         muktinarrow.ttf
·         Nikosh.ttf
·         NikoshBAN.ttf
·         NikoshGrameen.ttf
·         NikoshLight.ttf
·         Puja-17-06-2006.ttf
·         Punarbhaba_27-02-2006.ttf
·         Rupali_01-02-2007.ttf
·         sagarnormal.ttf
·         Saraswatii_03-09-2005.ttf
·         Sharifa_03-09-2005.ttf
·         Siyam Rupali ANSI.ttf
·         Siyamrupali_1_01.ttf
·         SolaimanLipi_20-04-07.ttf
·         Sumit_03-09-2005.ttf

ছবিতে লেখার জন্য রয়েছে ১৮ টি ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্ট। এখানে একটা কথা না বললে খারাপই লাগবে, এই ১৮ টি ফন্ট কোন এক বাংলা ফোরাম ঘুরতে গিয়ে চোখে পরেছে, ফন্ট গুলোর একজন প্রস্তুতকারক যথেষ্ট শ্রম ব্যয় করে ফন্ট গুলো তৈরি করেছেনতাঁর নাম স্মরণ করতে পারছিনা এই মুহূর্তে। তাঁকে ধন্যবাদ জানাই।

·         16 December-Regular-Aug-2009.ttf
·         Amar Bangla Bold_05-Jan-2012.ttf
·         Amar Bangla_2009.ttf
·         Amar Desh_2011.ttf
·         Bangla Kolom-08-Sep-2008.ttf
·         Bangla Kolom Bold-11-2008.ttf
·         Boss Bold 10-Nov-2011.ttf
·         Boss Regular 10-Nov-2011.ttf
·         Buriganga Regular.ttf
·         Eid Mubarak.ttf
·         Ekushey Bangla Bold-2012.ttf
·         Ekushey Bangla_2012.ttf
·         Ekushey Sumon 02-01-2012.ttf
·         Ghorautra Regular.ttf
·         Lal Sabuj-05-08-2010.ttf
·         Lal Sabuj Normal 07-Apr-2010.ttf
·         Lal Salu-16-Nov-2011_Bold.ttf
·         Lal Salu-16-Nov-2011_Regular.ttf

ফাইলের নামঃ Bangla Unicode fonts.rar

No comments:

Post a Comment