Sunday, January 25, 2015

কলিকাতা হার্বাল

আধো আধো বাংলা পড়তে পারে এমন এক বিদেশীকে পুরাতন ঢাকার কোন গলিতে ছেড়ে দিলে তার একেবারে দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে দেশের সবচেয়ে কমন আর বড় রোগটা আসলে ধ্বজভঙ্গ আর যৌনদুর্বলতা - দেশের সব পুরুষই এই রোগে ভুগে।

ডানে বা বামে, উপরে বা নিচে - তাকালেই শুধু দেখবে কলিকাতা হার্বাল, ড্রাগন ইত্যাদি কোম্পানির বিজ্ঞাপন। সেখানে বড়
বড় অক্ষরে একদম জ্বলজ্বল করে লেখা থাকে মাত্র সাতদিনে দ্রুত নিরাময়যোগ্যতার কথাটা।

এগুলোর মধ্যে ড্রাগন কোম্পানির বিজ্ঞাপনটা তার কাছে অনেক মজার মনে হবে। নাম ড্রাগন। কিন্তু ছবি ডাইনোসরের।

ভয় বা ভীতির ব্যবসা হচ্ছে সবচেয়ে লাভজনক ব্যবসা। মানুষকে যত ভীতির মধ্যে রাখা যাবে পকেট তত ফুলতে থাকবে। যেই ছেলেটা বিয়েই করেনি সেও একদণ্ড ভাববে, তারও দুর্বলতা নেই তো? মনের মধ্যে একটু হলেও আস্থাহীনতা চলে আসবে। ফলাফল, কোন কারনে ব্যতিক্রম কিছু লক্ষ্য করলেই সেটাকে নিজের দোষ মনে করে দৌড়াবে এসব দোকানগুলোতে।

ব্যাপারটা অনেক উইয়ার্ড লাগে আমার কাছে। রিকশায় পাশে বসা ছোট ছেলেটা এসব বিজ্ঞাপন পড়ে বাবাকে যখন বলবে, "আচ্ছা বাবা যৌনদুর্বলতা কী? দ্রুত _পাত কী?", আমি তখন বাবার চেহারাটা কল্পনা করে মনে মনে খুব পিটি ফিল করি।

কেউ কী নেই যে এসব পোস্টারিঙের বিরুদ্ধে কথা বলবে?

No comments:

Post a Comment