Thursday, January 29, 2015

আগের পাঠানো সব ফ্রেইন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করতে চাইছেন?



আগের পাঠানো সব ফ্রেইন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করতে চাইছেন? কিন্তু জানেন না কীভাবে করবেন? এই পোস্ট আপনার জন্য।

খুব সহজ।

পিসি থেকেঃ

১. Home বাটনের পাশে ‘Friends’ বাটনে ক্লিক করুন।

২. Find Friends বাটনে ক্লিক করুন।




৩. ‘View Sent Requests’ বাটনে ক্লিক করুন।



দ্যাটস অল! আপনার পাঠানো এবং ঝুলে থাকা সব রিকোয়েস্ট আপনার চোখের সামনে এখন। 

বেশি ভেজাল মনে হলে এই লিংকে চলে যান সরাসরিঃ https://www.facebook.com/friends/requests/?fcref=ff&outgoing=1

মোবাইল থেকেঃ

১. সার্চ বারের নিচে থাকা Friends বাটনে ক্লিক করুন।




২. Requests এ ক্লিক করুন। 



৩. ‘View Sent Requests’ বাটনে ক্লিক করুন।



এত কিছু করতে না চাইলে চলে যান এই লিংকেঃ https://m.facebook.com/friends/center/requests/outgoing/#friends_center_main

No comments:

Post a Comment