Thursday, January 29, 2015

Assignment Point থেকে কীভাবে কোন ডকুমেন্ট নামাবেন?



ইন্টার্নশিপ রিপোর্ট, রিসার্চ পেইপার, অ্যাসাইনমেন্ট, প্রেসেন্টেশন ইত্যাদি সব রিসোর্সেস আর ম্যাটেরিয়ালসে ঠাসা একটা দেশি ওয়েবসাইট হচ্ছে http://www.assignmentpoint.com/

দেশের প্রায় সব ভাল ভাল ব্যাংক নিয়েই করা কোন না কোন কাজ আছে এতে। কাজগুলোর কোয়ালিটিও ভাল। হাজারো ডকুমেন্ট থেকে নির্দিষ্ট ডকুমেন্ট খুঁজে পেতে সার্চ অপশনের ব্যবস্থাও আছে।

কিন্তু সমস্যা হচ্ছে, না ডাউনলোড না কপি - কিছুই করা যায়না এই সাইট থেকে।

কিন্তু তারপরেও আমরা এই সাইট থেকে ডকুমেন্ট ডাউনলোড করব।

প্রতিটা ওয়েবসাইটের কিছু কিছু vulnerability  বা উইক পয়েন্ট আছে যেগুলো ব্যবহার করে সেই ওয়েবসাইটে অনেক কিছুই করা যায় যেগুলো অনুমোদিত ছিলনা আসলে।

আর এই ওয়েবসাইটের একটা দুর্বল দিককে কাজে লাগিয়ে সাইট থেকে আমরা ডকুমেন্ট নামাবো ।

সাইটের দুর্বল দিকটা হল, সবগুলো ডকুমেন্ট Google Docs এ আপলোড করে সেই লিংকগুলো এই সাইটের লিঙ্কের মাধ্যমে রেফার করে দেয়া হয়েছে।

আমরা যদি কোন ডকুমেন্টের মূল লিংক, অর্থাৎ গুগল ডকের লিংকটা পেয়ে যাই, তাহলে খুব সহজেই ফাইলটা নামাতে পারব।  

আর এই জন্যে যা করতে হবে টা হল মোক্ষম তিনটা জায়গায় ক্লিক।

১.৩ মেগাবাইটের এই mp4 নামিয়ে দেখে নিন টিউটোরিয়ালটা।
[যে ফাইলগুলো এভাবে নামানো না যাবে সেগুলো খুব সহজেই কপি-পেস্ট করা যায়]

No comments:

Post a Comment