Sunday, January 11, 2015

কোলগেটের অদ্ভুত স্ট্র্যাটেজি

কোলগেট একবার খেয়াল করল যে ইন্ডিয়াতে তাদের টুথপেস্টের সেলসগ্রোউথ একেবারে থেমে আছে। বাড়ছেনা একদমই। কী করা যায়, কী স্ট্র্যাটেজি নেয়া যায় – ভাবতে ভাবতেই বেশ অদ্ভুত একটা স্ট্র্যটেজি গ্রহন করল কোম্পানিটা। এবং হুট করেই তাদের সেলসগ্রোউথ বেড়ে গেল সিগ্নিফিক্যান্টলি।

খুব বেশি কিছু করেনি তারা। নতুন টুথপেস্ট টিউবগুলোর মুখ তারা কিছুটা বড় করে দিল। ফলশ্রুতিতে পেস্ট একটু বেশি করেই বের হয়ে যাবে আগের তুলনায়। দ্রুত টিউব শেষ হবে, দ্রুত ইউযাররা নতুন করে টুথপেস্ট কিনতে যাবে।

No comments:

Post a Comment