Thursday, March 26, 2015

বাঙ্গালিদের গুগল ডুডল এবং সন্তুষ্টি

অল্পতেই বাঙ্গালিদের সন্তুষ্ট হয়ে যাওয়ার কোন সুনাম আছে কি? না বোধয়... অন্তত আমি শুনিনি কখনো।

তবে হ্যাঁ, সেই অল্প কিছু যদি হয় সাদা চামড়ার সাহেবদের কাছ থেকে, এক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়।





এই যেমন ধরুন, দেশের বিভিন্ন দিবস আর পার্বণ উপলক্ষে গুগল তাদের সাইটে শুধু বাংলাদেশের জন্য বিশেষ ডুডলের ব্যবস্থা করে দিলেই হল। গুগল থেকে সার্চ করে কাঙ্ক্ষিত রেযাল্ট পেয়ে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ যত ধন্যবাদ জানিয়েছে তার চেয়ে ঢের বেশি ধন্যবাদ বাঙালিদের কাছ থেকে একদিনেই পেয়ে যায় ওই  বিশেষ ডুডলের বদৌলতে।
মুখে মিথ্যে পরিতৃপ্তির হাসি নিয়ে সুখ খোঁজার চেষ্টা করি – এইবার বোধয় পুরো পৃথিবী জানলো আমাদের কথা!

পুরো পৃথিবীকে নিজেদের জানান দেয়ার জন্য গুগলের ডুডলই বাঙ্গালির একমাত্র ভরসা...

No comments:

Post a Comment