Friday, January 30, 2015

এ কী গজব পাঠালে আল্লাহ?

ফ্রেইন্ড লিস্টের একজন আজ একটা মেয়ের স্ট্যাটাস শেয়ার করেছিল দুপুরের দিকে।

বাংলিশে লেখা স্ট্যাটাসটা ছিল এমনঃ

“আজ আমার বাবু আমার কাছে ভার্জিনিটি হারিয়েছে! আমার বাবু ভার্জিন ছিল!”

ঘড়ির দিকে তাকালাম। এখন দুপুর গড়িয়ে বিকেলের পথে। আমি হয়ত ঘুমাচ্ছি। ও কিছুনা। স্বপ্নে আবোলতাবোল কত কিছুই দেখি।

কিন্তু চিমটি কাটতেই ব্যাথা পেলাম। আমি জেগে আছি। জেগে থেকেই স্ট্যাটাসটা পড়েছি।

অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর বলে বাংলাতে একটা কথা আছে। আজ আমি অনুভব করলাম, খুব বেশি অবাক হলে মানুষ কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যায়। যেমনটা আমি হয়ে গিয়েছিয়াম।

প্রথম ধাক্কাটা সামলাতেই চোখ পড়ল একদম শেষে করা ওই মেয়েটার কমেন্ট। তার উত্তর দেখে অনুমান করা যায় প্রশ্নটা কী ছিল।

কেউ জিজ্ঞেস করেছিল, “এগুলো যে করলি, ছেলেটা যদি ভিডিও করে রাখে আর পরে ছড়িয়ে দেয়?”

মেয়েটার কমেন্ট ছিল, “ভিডিও তো করে খারাপ ছেলেগুলো। আমার বাবুটা তো অনেক ভাল। ও ভিডিও করেনি।”

বটে!

কী সমাজে আছি আজ আমরা? ভাল-খারাপের মান দণ্ড হয়ে গেছে, ব্যভিচারগুলো কার বয়ফ্রেইন্ড ভিডিও করে আর কার বয়ফ্রেইন্ড ভিডিও করেনা। ভিডিও করলে সে ‘খারাপ’ ছেলে, আর না করলে ‘ভাল’।

ইয়া আল্লাহ এই কোন গজবের মধ্যে আমাদের নিপাতিত করতে চাইছ? একটা মেয়ে তার বয়ফ্রেইন্ডের সাথে ব্যভিচার করে সেটা আবার স্ট্যাটাস দিয়ে ফেইসবুক জুড়ে রাষ্ট্র করে বেড়াচ্ছে, আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো একথা শুনলে লজ্জায় মুখ ঢাকার জন্য হুমড়ি খেয়ে পড়বে।
যদি এই সমাজে আমার দ্বারা, আমার মুসলিম-ভাই বোনের দ্বারা ভবিষ্যতে ভাল কোন পরিবর্তনের সুযোগ থাকে তবে আমার হায়াতকে আরও দীর্ঘায়িত করে দাও। আমার সন্তানগুলোকে এই নষ্ট সমাজের সাথে পরিচিত হতে দিওনা আল্লাহ...

No comments:

Post a Comment