কেন ইসলামকে Complete Code of Life বলা হয় তার একটা নমুনা দেখুন।
ধরুন, আপনি পরিচিত কারও বাড়িতে পৌঁছালেন, ভিতরে ঢুকবেন। দরজা ভিতর থেকে বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। আপনি নক করলেন। ভিতর থেকে জিজ্ঞেস করা হল, ‘কে?’
ধরুন, আপনি পরিচিত কারও বাড়িতে পৌঁছালেন, ভিতরে ঢুকবেন। দরজা ভিতর থেকে বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। আপনি নক করলেন। ভিতর থেকে জিজ্ঞেস করা হল, ‘কে?’
আপনি বললেন, ‘আমি’।
আমি টা যে কে, সেটা আপনি বললেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা অপছন্দ করেতেন।
ইমাম নববী (রহ.) এই সংক্রান্ত হাদিসগুলো তাঁর রিয়াদুস সালেহিন কিতাবে নিয়ে এসেছেন। তিনি বলেন,
‘অনুমিত প্রার্থীর জন্য এটা সুন্নাহ যে, যখন তাকে জিজ্ঞেস করা হবে তুমি কে, উত্তরে সে নিজের পরিচিত নাম বা উপনাম ব্যবহার করবে। উত্তরে ‘আমি’ বা এজাতীয় শব্দ বলা অপছন্দনীয়।’
[বই ৬ :: হাদিস ৮৭৭]
হযরত জাবির (রা) বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ্(সা) এর বাড়িতে এসে দরজায় টোকা দিলাম। তিনি জানতে চাইলেন, ‘কে?’ নিবেদন করলাম, ‘আমি’। তিনি বললেন, ‘আমি আমি (অর্থ) কী?’ অর্থাৎ তিনি আমার জবাবকে অপছন্দ করলেন। (বুখারী ও মুসলিম)
এর বিপরীতে তিনি তিনিটা হাদিস নিয়ে এসেছেন। যেগুলোর প্রথমটা হলঃ
[বই ৬ :: হাদিস ৮৭৪]
হযরত আনাস (রা) মিরাজ সংক্রান্ত এক বিখ্যাত হাদীসের বলেছেন, রাসূলুল্লাহ্(সা) এরশাদ করেছেনঃ অতঃপর জিবরাঈল (আ) আমায় নিয়ে পৃথিবীর (কিংবা তার নিকটবর্তী) আসমানের দিকে গেলেন এবং দরজা খোলালেন। তখন জিজ্ঞেস করা হলো, কে? বলা হলো, জিব্রাঈল। আবার জিজ্ঞেস করা হলো, তোমার সঙ্গে কে? জবাব দেয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আমায় দ্বিতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো এবং দরজা খোলানো হলো। জিজ্ঞেস করা হলো কে? বলা হলো, জিব্রাঈল। আবার প্রশ্ন করা হলো, তোমার সঙ্গে কে? বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাতে তৃতীয়, চতুর্থ এবং অন্যসব আসমানের দরজায় জিজ্ঞেস করা হলো কে? জবাবে বলা হলো আমি জিব্রাঈল। (বুখারী ও মুসলিম)
খুবই ছোট্ট একটা সুন্নাহ। আল্লাহ আমাদের এটাও পালন করার তৌফিক দিন। আমীন।
ফিক্বহি শাস্ত্রের কথা এখন বাদ দিলাম। শুধু কুরআন এবং হাদিসেই মানব জীবনের বড়র চেয়ে বড়, তুচ্ছর চেয়ে তুচ্ছ এমন DOs and DON’Ts এর কথা উল্লেখ করা আছে যেগুলো সামনে পেলে মন থেকে শুকরিয়া বের হয়ে যায় আল্লাহর প্রতি – কত সৌভাগ্যবান আমি এই ধর্মের অনুসারী হিসবে জন্মলাভ করে।
No comments:
Post a Comment