তবে কি চারপাশের এত মৃত্যু - ঝলসে যাওয়া মৃত্যু, পুড়ে যাওয়া মৃত্যু, লঞ্চ ডুবিতে মৃত্যু, ক্রস ফায়ারে মৃত্যু, এই সবই এক অভিজিৎএর মৃত্যুর সামনে তুচ্ছ?
লজ্জা হয় মানুষের উর্দি গায়ে জড়ানো এই প্রাণীগুলোর মধ্যে নিজেকে আবিষ্কার করে...
লজ্জা হয় মানুষের উর্দি গায়ে জড়ানো এই প্রাণীগুলোর মধ্যে নিজেকে আবিষ্কার করে...
কিন্তু সমস্যাটা হচ্ছে, রাজনৈতিক সহিংসতায় বলি ওই মানুষগুলো কেউ ‘মুক্তমনা’ ছিলনা, অন্যের বিশ্বাসকে কুঠারাঘাত করে কিছু বলনে ওয়ালা ছিলনা। তাই তাদের মৃত্যু আমরা মেনে নিতে পেরেছি, অভিজিৎ এর নয়।
সুশীলদের একটা মিথ্যা কথা ধরা পরে গেল। ওদের কাছে সব মানুষই নাকি সমান। জাতপাত কি নাস্তিকতায় আছে নাকি, জাতপাত তো ধর্মে আছে...ধর্মে।
কিন্তু তাই যদি হয় তবে ম্যাতকার শুধু আজ হবে কেন?
এই প্রসঙ্গে একটা কৌতুক মনে পড়ল। শেয়ার করার ইচ্ছে সামলা পারলাম নাঃ
‘আমি সিদ্ধান্ত নিয়েছি ড্রোন হামলায় ১০০ মানুষ আর ১ টা ছাগল হত্যা করা হবে।’
‘ছাগল??...ছাগল কেন?’
(স্মিত হেসে), ‘আমি আগেই জানতাম... ওই ১০০ জন মানুষের কথাটা তোমার গায়েই লাগবেনা।’
সুশীলদের একটা মিথ্যা কথা ধরা পরে গেল। ওদের কাছে সব মানুষই নাকি সমান। জাতপাত কি নাস্তিকতায় আছে নাকি, জাতপাত তো ধর্মে আছে...ধর্মে।
কিন্তু তাই যদি হয় তবে ম্যাতকার শুধু আজ হবে কেন?
এই প্রসঙ্গে একটা কৌতুক মনে পড়ল। শেয়ার করার ইচ্ছে সামলা পারলাম নাঃ
‘আমি সিদ্ধান্ত নিয়েছি ড্রোন হামলায় ১০০ মানুষ আর ১ টা ছাগল হত্যা করা হবে।’
‘ছাগল??...ছাগল কেন?’
(স্মিত হেসে), ‘আমি আগেই জানতাম... ওই ১০০ জন মানুষের কথাটা তোমার গায়েই লাগবেনা।’
No comments:
Post a Comment