Tuesday, February 24, 2015

সিগেরেট কে যদি আপনি হালাল ভেবে থাকেন

সিগেরেট কে যদি আপনি হালাল ভেবে থাকেন, তবে ধূমপানের আগে কেন বিসমিল্লাহ বলেন না? কিংবা ধূমপানের পর আলহামদুলিল্লাহ?

যদি সিগেরেটকে আপনি ভেবে থাকেন আল্লাহর রহমত, যদি এর মাঝে খুঁজে পান কল্যাণ, তবে কেন ধূমপান শেষে জুতো দিয়ে পিষে দিচ্ছেন সেটাকে?



যদি সিগেরেটকে ভেবে থাকেন স্বাভাবিক এবং সাধারন ব্যবহার্য দ্রব্য, তবে কেন তা আপনাকে বাবা মার অগোচরে ব্যবহার করতে হবে?

অথবা, যদি আপনি সিগেরেটকে ভেবে থাকেন খুব মজাদার কিছু এবং উপভোগ্য দ্রব্য হিসেবে, প্রতি টানেই যদি থেকে থাকে ফূর্তি আর আনন্দ, তবে কেন আপনি আপনার শিশুর হাতে সেই মজার দ্রব্যটি তুলে দিচ্ছেন না?

No comments:

Post a Comment