Saturday, March 7, 2015

‘আমার মনে হয়’ ইসলাম

যে ইসলামকে ঠিকভাবে মানেনা, তাকে বড়জোর পাপী বলা যায়। কিন্তু মুসলিম হয়েও যে ব্যক্তি ইসলামের কোন বিধিনিষেধ না মানার স্বপক্ষে যুক্তি দেখায়, তাকে কী বলব আমি?

বলছিলাম হোলি খেলার কথা।


সহজিয়া মুসলিমের আরেকটা ভার্শান বের হতে দেখলাম - আমার মনে হয় ইসলাম। আমার মনে হয় ইসলামে এটা এমন না আমার মনে হয় ইসলামে ওটা তেমন না। কী চমৎকার।  নবম-দশম শ্রেণীর দেশপ্রেম ঈমানের অঙ্গ লেভেলের জ্ঞান নিয়ে একেকজন সেই কী পাকা মুফতি...সব জেনে ফেলেছে যেন।

ইসলাম নিয়ে যদি আপনি পুরোপুরি স্যাটিস্ফাইড থাকতেন না, তবে বিজাতীয় উৎসব গুলো নিয়ে সামান্যতম মাতামাতিও করতেন না। নইলে তোমরা মুশ্রিকদের অনুকরণ করোনা বলে যেই রাসূল উম্মাহকে সাবধান করে দিয়েছেন, সেই রাসুলের উম্মত জড়াবে হোলি খেলার উৎসবে? একেবারেই অসম্ভব।

আপনি ইসলামের বাইরের জিনষগুলোর প্রতি যত বেশি আকর্ষন অনুভব করবেন, ইসলামের প্রতি ততই ডিসস্যাটিস্ফেকশন আবিষ্কার করবেন।

No comments:

Post a Comment