Wednesday, February 18, 2015

কলিজায় চিপ লাগা

কলিজায় চিপ লাগা বোঝেন তো?

বিগ স্কোর রান চেয করতে গিয়ে প্রিয় দলের উইকেট যখন পড়ে, কলিজাটায় যেন কেউ চিপে ধরে তখন। এ কী হয়ে যাচ্ছে? আমরা কি হেরে যাচ্ছি?

ইশ...কতইনা ভাল হত যদি কোন গুনাহ করে ফেলার পর আমাদের কলিজায় একই ভাবে ‘চিপ লাগত... এক একটা নতুন গুনাহ করে ফেলা যেন একেকটা উইকেট পড়া... হেরে যাচ্ছি আমিও...শয়তানের কাছে।

খেলায় হারলে কোন সমস্যা নেই। কিন্তু শয়তানের সাথে হারলে তো চলবে না রে বাবা। কলিজায় চিপ লাগাটা দ্বিতীয় ক্ষেত্রের জন্যই বরাদ্দ রাখা উচিত ছিল।


No comments:

Post a Comment