Monday, February 23, 2015

জীবন সঙ্গীকে নিজেই পছন্দ করি না আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন?


প্রশ্নঃ জীবন সঙ্গীর ব্যাপারে ইসলাম কী বলে? সে কি আল্লাহর মাধ্যমে নির্ধারিত না আল্লাহ মানুষের ওপর তা ছেড়ে দিয়েছেন নির্ধারন করার জন্য?

উত্তরঃ সমস্ত প্রশংসা মহান আল্লাহর উদ্দেশ্যে।

সর্বপ্রথম এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছে দিয়েছেন কোন কিছু করার বা না করার এবং এর সাথে তাকদীর বা আল্লাহ যা নির্ধারন করে দিয়েছেন তা কোনভাবেই সাংঘর্ষিক নয়। আল্লাহ সুবহান ওয়া তায়ালা তাঁর বান্দাদের স্বাধীন ইচ্ছে দিয়েছেন  যেই ব্যাপারে তিনি কুরআনে বলেনঃ

لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ [٨١:٢٨]

...তোমাদের মধ্যেকার তার জন্য যে সহজ-সঠিক পথে চলতে চায়।

[আত-তাকবির, ৮১:২৪]


আমাদের ইচ্ছে গুলো কিন্তু আল্লাহর ইচ্ছের মধ্যেই পরিচালিত হয়, এর বাইরে নয়। এর অর্থ, আল্লাহ ইচ্ছে করেন নি এমন কিছু আপনি নিজেও ইচ্ছে করতে পারবেন না। আল্লাহ বলেনঃ

وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا [٧٦:٣٠]
আর তোমরা চাও না আল্লাহর চাওয়া ব্যতিরেকে। নিঃসন্দেহ আল্লাহ্ হচ্ছেন সর্বজ্ঞাতা, পরমজ্ঞানী।
[আল-ইনসান, ৭৬:৩০]


কাজেই এটা বলা যাবেনা না সব কিছু আল্লাহ নিজে করাচ্ছেন, মানুষের কোন ইচ্ছে নেই অথবা মানুষ সব নিজের ইচ্ছায় করছে আল্লাহর কোন হুকুম বা নির্ধারিত কিছু নেই। আপনি এই দুটোর কোন একটাকেও অস্বীকার করতে পারবেন না। কারন উপরিউক্ত দুটো আয়াতের মাধ্যেম আল্লাহ সুবহান ওয়া তায়ালা আমাদেরকে জানিয়েছেন যে মানুষের পছন্দ করার ক্ষমতাও আছে, পাশাপাশি কোন কিছুই আল্লাহর ইচ্ছের বাইরে যেতে পারেনা।


এখন এই ব্যাপারটার আলোকে আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা দেখব যে, মানুষের ইচ্ছের স্বাধীনতা আছে যেই স্বাধীন ইচ্ছের মাধ্যমে সে বিয়ে করার জন্য কোন নারীকে পছন্দ করতে পারে এবং পছন্দ-অপছন্দ সংক্রান্ত যে সিদ্ধান্তই সে নেয় না কেন সেটা তাকদীরে সৃষ্টির শুরু থেকেই লেখা আছে। মানুষের পছন্দ হচ্ছে একটা মাধ্যম মাত্র সে যা চায় তা পাওয়ার মাধ্যম। কিন্তু সে যা যা চায় তার সবই পেতে গেলে অনেক সময় দেখা যায় যে কিছু বাধাবিপত্তি আসছে। এই ক্ষেত্রে এটাই মনে রাখতে হবে যে কোন না কোন কারনে আল্লাহ সেই জিনিষটা ওই ব্যাক্তির জন্য নির্ধারণ করেন নি, আল্লাহ চান নি যে সেই জিনিষটা ওই ব্যক্তি পাক।


আল্লাহ যাই করেন  না কেন সেটা তাঁর বান্দার ভালোর জন্যই করেন। গায়েবের খবর কোন বান্দাই জানেনা, কোন একটা ঘটনার শেষ পরিণতি কী হবে সেই ব্যাপারটাও সে জানেনা।  কোন কিছু না পাওয়ার আক্ষেপ এক ব্যাক্তি করছে অথচ সেই জিনিষের মধ্যে কোন কল্যাণই হয়ত তার জন্য নেই। আবার এমনও হতে পারে যে সে অপছন্দ করে এমন কিছু তার সাথে হয়েছে অথচ যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। আল্লাহ সুবহান ওয়া তায়ালা বলেনঃ

وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ

...আর হতে পারে তোমরা কোনো-কিছু অপছন্দ করলে, অথচ তা তোমাদের জন্য মঙ্গলজনক, আবার হতে পারে তোমরা কোনো-কিছু ভালোবাসলে, অথচ তা তোমাদের জন্য মন্দ। আর আল্লাহ জানেন, যদিও তোমরা জানো না।

[আল-বাকারা, ২:২১৬]



আল্লাহ আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অনুগ্রহ বর্ষন করুক।



উত্তর দিয়েছেনঃ শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ

[মূল ফতওয়ার লিঙ্কঃ http://islamqa.info/en/1804 ]
 

No comments:

Post a Comment