Tuesday, February 3, 2015

মনিটর থেকে নির্গত আলোকে নিয়ন্ত্রণ করুন স্বয়ংক্রিয় ভাবে

৫৩০ কিলোবাইটের একটা সফটওয়্যার – Flux। মনিটর থেকে নির্গত আলোকে নিয়ন্ত্রণ করে আপনার চোখ কে সুরক্ষা দিবে এই সফটওয়্যারটি। সেটাও আবার স্বয়ংক্রিয় ভাবে দিন-রাতের সময়ের পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে।

কম্পিউটারে কাজ করবার ক্ষেত্রে রাতেরবেলায় সাধারনত দিনেরবেলা থেকে কম আলো প্রয়োজন হয়। কিন্তু ম্যানুয়ালি আলো কমানো-বাড়ানো একটা বাড়তি ঝামেলা বলেই ঠেকে আমার কাছে।  এখন থেকে এত কিছুই করতে হবেনা, Flux ইন্সটল
করুন, সিস্টেম ট্রে থেকে Flux এর আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করে Change Location বক্সে লিখে দিন 23.8N, 90.4E (বাংলাদেশের Latitude-Longitude) ।




ব্যস, আপানার চোখকে রাতে মনিটরের তীব্র আলো থেকে রক্ষা করবার দায়িত্ব এখন Flux  এর ওপর ন্যস্ত। মাগরিব শুরু হওয়ার একটু আগে থেকেই আলো কমতে থাকবে, সকাল বেলার আলো বাড়তে বাড়তেই মনিটরের আলোও বেড়ে যাবে।

ডাউনলোড লিংক
উইন্ডোজের জন্যঃ https://www.mediafire.com/?jpmrpj1cufo39cn
ম্যাকের জন্যঃ https://www.mediafire.com/?s1a1s7iij7guvab

No comments:

Post a Comment