বাইবেলের 1 Kings 3:16-28-এ বর্নিত কাহিনীটা কমবেশি সবাই জানি।
দুজন পতিতা একই ঘরে থাকত। দুজনের একই সময় সন্তান হল।
এক রাতে হল কী, এক পতিতা ঘুমের ঘোরে তার সন্তানকে চাপা দিয়ে দেয়। দম বন্ধ হয়ে মারা যায় তার সন্তানটা।
কুটিল পতিতাটা নিজের মৃত সন্তানটাকে পাশের বিছানায় থাকা পতিতার সন্তানের সাথে বদল করে নেয়।সকাল বেলা ঘুম ভেঙ্গে উঠার পর দ্বিতীয় পতিতা আবিষ্কার করে, তার সন্তানটা রাতে মারা গেছে। কিন্তু কিছুতেই সে বিশ্বাস করতে পারছিলনা এটা তার সন্তান। সাথে থাকা পতিতার কোলে নিজের সন্তানকে চিনতে পেরে সে যা বোঝার সবই বুঝে নিল।
জীবিত সন্তানটা কার – তা নিয়ে দুই পতিতার মধ্যে তর্ক শুরু হয়ে গেল। সে বলে এর, ও বলে এর।
অগাত্যা, মীমাংসা করার জন্য তারা দুজনেই কিং সলোমনের দরবারে গেল।
সবকিছু শুনে কিং সলোমন বললেন, ‘আমাকে একটা তলোয়ার দাও। আমি এই সন্তানটাকে কেটে দুইভাগ করে দুজনকে দিব। এটাই হবে ন্যায় বিচার।’
কথাটা শুনে আসল মা বললেন, ‘দোহাই লাগে এই কাজ করবেন না। লাগবেনা আমার এই সন্তান। আপনি একে আমার সাথী পতিতাকে দিয়ে দিন।’
আর অন্য পতিতা বলল, ‘জ্বি, একে কেটে দুইভাগ করে প্রত্যেককেই একভাগ দিন।’
------------------------
কিন্তু আমাদের দেশের দল দুটোর সমস্যা হয়ে গেছে, তারা sacrifice করতে জানেনা। প্রত্যেকেই মনে করে নিজের হাতে ক্ষমতা আসলেই দেশের উন্নয়ন হবে শুধু। অন্য দলটা শুধু লুটপাট করবে।
দেশকে যদি তারা এতই পছন্দ করত, দেশের মানুষগুলোর জন্য মন এতই যদি কাঁদত, দুই দলের কারনে সৃষ্ট বর্তমানের এই নৈরাজ্য দেখে এক দল অন্যদলের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে বলত, ‘তোরাই চালা দেশটা। কিন্তু মানুষগুলোকে কষ্ট দিস না...’
দেশ চালাবে কে - দুই দলের এই টাগ অফ ওয়ারের খেলায় বলি হয়ে দেশটা দুইভাগ হচ্ছেনা, পিস পিস হয়ে যাচ্ছে।
হাজার বছর আগের পতিতা গুলোও অনেক ভাল ছিল।
No comments:
Post a Comment