পাকিস্তানের এক ক্রিকেটারের নামে তৈরি ফেইক অ্যাকাউন্ট থেকে টুইট করা হলঃ
‘রুবেল পার্ট টাইম ক্রিকেটার, ফুল টাইম ক্রিমিনাল’।
ব্যস... বাঙালি জাতীয়তাবাদী চেতনার ঝাণ্ডাবাহীদের খুব আঘাত লাগল। খুব অপমানিত হলেন তারা। ফেইসবুকময় গালির ছোটাছুটি। একাত্তর টিভিতে চলে আসলেন আনিসুল হক, মোস্তফা সারওয়ার ফারুকি, শমী কায়সার আর সামিয়া জামানের মত প্রমুখ দেশ প্রেমিকেরা। তুলোধুনো করলেন সেই ক্রিকেটারকে - ‘জামসেদের দিকে রুবেলের বল ছুঁড়ে মারা হোক’।
‘রুবেল পার্ট টাইম ক্রিকেটার, ফুল টাইম ক্রিমিনাল’।
ব্যস... বাঙালি জাতীয়তাবাদী চেতনার ঝাণ্ডাবাহীদের খুব আঘাত লাগল। খুব অপমানিত হলেন তারা। ফেইসবুকময় গালির ছোটাছুটি। একাত্তর টিভিতে চলে আসলেন আনিসুল হক, মোস্তফা সারওয়ার ফারুকি, শমী কায়সার আর সামিয়া জামানের মত প্রমুখ দেশ প্রেমিকেরা। তুলোধুনো করলেন সেই ক্রিকেটারকে - ‘জামসেদের দিকে রুবেলের বল ছুঁড়ে মারা হোক’।
রুবেলে আপনার কী? অনেক কিছু? আচ্ছা ধরেই নিলাম, সে আপনার অনেক কিছু।
রুবেল ‘অনেক কিছু’ হয়ত এই ১৫ কোটি মানুষের কাছেই (আমি এর মধ্যে নেই); সত্যিকারের ফিগারটা আরও অনেক কম।
কিন্তু আমার কাছে ‘অনেক কিছু’ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বিশ্বের ১৫০ কোটি মানুষের দুর্বলতম জায়গা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর ব্যাপারে ‘বিজ্ঞানমনস্ক’ ‘প্রগতিশীল’ অভিজিৎ রায়েরা যখন বলে ‘মুহাম্মাদ প্রতি রাতে ১৩ জন স্ত্রীর সাথে সহবাস করতেন’, ‘সাফিয়ার সৌন্দর্য দেখে মুহাম্মাদ পাগল হয়ে যান’, মা আয়েশা রাদিআল্লাহু আনহাকে বিয়ে করার কারনে যার গায়ে paedophile এর তকমা জুড়ে দেয়া হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের এই প্রতিবাদ?
নবী-রাসূল মাসুম, নিস্পাপ। তাঁরা ছাড়া প্রতিটা মানুষই পাপী। আমি, আপনিও পাপী, রুবেলও পাপী। পাপীর গায়ে কলঙ্কের অভিযোগ লাগানোর কারনে যেই জামসেদের মুন্ডুপাত করছেন, মাসুম রাসুলের গায়ে মিথ্যে অপবাদ আরোপ করার সময়, ক্যারিকেচার আকার সময় চুপ করে রয়েছিলেন ঈমানের কোন নিম্নতর স্তরে পড়ে থাকার কারনে? ‘আমি অভিজিৎ’ ‘Ja Suis Charile’ বলে হ্যাশ ট্যাগ দিয়েছিলেন বুকের পাটা কত বড় হয়ে যাওয়ার কারনে?
সফল কুফফাররা। কোটি মানুষের অন্তরে ছুরিঘাত করা হচ্ছে তাতে কোন বিকার নেই, পায়ের একটা নখকে কেন সমালোচনা করা হল তার জন্য মামলা আদালতে।
এ হচ্ছে জাতীয়তাবাদ – পঁচে যাওয়া, গলে যাওয়া কাঁটাযুক্ত একটা বিষাক্ত ফল।
No comments:
Post a Comment