Friday, March 13, 2015

মোস্তফা সারওয়ার ফারুকি, আসিফ এন্তাজ রবিরা আজ অনেক আতংকে আছেন

মোস্তফা সারওয়ার ফারুকি, আসিফ এন্তাজ রবিরা আজ অনেক আতংকে আছেন।

থাকবেনই না বা কেন। বগুড়ার এক ম্যাজিস্ট্রেট এক পার্ক থেকে ‘পবিত্র’ ভালবাসা-বাসির সময় অনেকগুলো ‘কাপলকে’ আটক করেছিলেন দুই বছর আগে, করেছিলেন গার্ডিয়ানদের কল। আর তাতেই রব উঠলো, ‘উফফ...ছেলে-মেয়েরা কি শান্তিতে একটু প্রেমও করতে পারবেনা?’, ‘প্রেম করা কি অপরাধ?’, ‘ম্যাজিস্ট্রেট কোন সাহসে এই কাজ করবে?’, 'আইএস জঙ্গিদের যদি আমরা শাস্তি দাবী করতে পারি, তাহলে এই ম্যাজিস্ট্রেটকে কেন শাস্তি দেয়া হবে না?', 'আমি জানতে চাই বগুড়া কি বাংলাদেশে না আফগানিস্তানে?'। গেল গেল, ভেতো বাঙ্গালীর জাত গেল, দেশটা আফগানী জঙ্গিদের হয়ে গেল।

আল্লাহ সুবহান ওয়া তায়ালা আমাদের বলছেন আমরা যেন ব্যাভিচারের কাছেও না যাই, ব্যাভিচার করা দূর কী বাত। আর সেই ব্যভিচারে প্রবেশ করার প্রথম ধাপটিকে কর্পোরেট রথী-মহারথীরা খুব সুন্দর একটা ফ্রেমের ভেতর ঢুকিয়ে দিলেন - প্রেম।

তোমরা প্রেম না করলে ওদের পেট কি চলবে বোকা? I-Pill বিক্রি করে কত টাকা এক বছরে পায় ওরা সেটা জানিস? হোটেল ভাড়া বাবদ মালিকদের আয়ের সংখ্যাটা দেখেছিস? রাতভর তোমার বাবুটার সাথে কথা বলার কারনে মোবাইল কোম্পানিগুলো যে টাকাগুলো পেত সেটা কি তুই এমনি এমনি দিয়ে দিবি বাবা? আসিফ এন্তাজরা ম্যাগাজিনে আনবেটা কী, দ্বীনে ফেরার গল্প? ওসব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মুভিতে ফারুকিই বা দেখাবেটা কী, আয়শা-মুহাম্মাদের ভালবাসা?**

ইউ হ্যাভ টু বুঝতে হবে যে কর্পোরেট ওয়ার্ল্ডের নোংরা চাল গুলো তোমরা কখনোই বোঝনা। না বুঝে খালি পার ছাগলের তিন নাম্বার বাচ্চার মত লাফাতে, ওদের স্ট্যাটাসেও লাফালাফি করলি যেভাবে। কমেন্টে দুই মোড়লের পোস্টের লিংক। দেশীয় ‘সংস্কৃতির’ এক মাত্র ধারক-বাহক তারাই। আর তাই দেশের তরুন সমাজকে স্বাধীন ভাবে প্রেম করার সংস্কৃতি থেকে দূরে সরিয়ে দেয়ার অপচেষ্টার বিরুদ্ধে তারা এত সোচ্চার।

“সব শিয়ালই মোরগ-মুরগীর স্বাধীনতা চায়।”
গলানো সোনা দিয়ে লিখে টাঙ্গিয়ে রাখার মত একটা কথা।

--------------
** রাদিআল্লাহু আনহা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

No comments:

Post a Comment