Friday, April 17, 2015

বাঙালি তো নিজেদের নারীদেরকেই দৌড়ের ওপর, হাটার ওপর খুবলে খায়

একদম বিরক্ত হয়ে গিয়েছি একটা ব্যাপার নিয়ে হোমপেইজ জুড়ে এত লেখা দেখতে দেখতে। প্রিভেন্টিভ আর কিউরেটিভ মিযারগুলো সুস্পষ্ট; মেনে নেয়া না নেয়া অন্য কথা। ব্যাপারটাকে এখন রসাত্বক ওয়েতে আলোচনা করা হচ্ছে। এরই মধ্যে যুক্ত হয়েছে এক ছবি। তবে এটা ঠিক, স্পর্শকাতর এসব ব্যাপার নিয়ে রসিয়ে রসিয়ে না লিখেলে বাঙালির জাত আর থাকেনা - শফিক রেহমানের যায়যায়দিন পড়েই তো সবার বড় হওয়া।
যাইহোক, একজন নারীর কাপড় খুলে নেয়া হয়েছে এই মর্মে যেই ছবিটা অনলাইনে ছড়িয়ে গিয়েছে সেটা ঢাবির কোন অনুষ্ঠানের নয় বরং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। আর সবচেয়ে বড় কথা সেটা কোন নারীর ছবি নয় – পুরুষের ছবি। মূল ব্যাপারটা হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীদের যৌন হয়রানির দায়ে নাজমুল নামে এক ছাত্রলীগ কর্মীকে গণধোলাধাই দিয়েছে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা। উত্যাক্তকারীর ছবি তুলতে গিয়ে ছাত্রলীগ ক্যাডারদের হাতে লাঞ্ছিত হন বাংলা ট্রিবিউনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোহান। আর ওই রেহানের ছবিই মূলধারার কিছু মিডিয়া চালিয়ে দিচ্ছে নির্যাতিত নারীর ছবি বলে। সত্যিকথা বলতে গেলে, আমার হোমপেইজে সর্বপ্রথম যিনি এই ছবিটা এনেছিলেন তাকে সাথেসাথেই ব্লক করে দিয়েছিলাম কারন আমিও প্রথমে নারীই মনে করেছিলাম। মূল সংবাদটা শোনার পর পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ।

আর ছবিটা নারীর হলেই বা কি সেটা প্রচার করার কোন দরকার ছিল? একটা ধাক্কা তো টিএসসি থেকে পেয়েছে তারা, আবার অনলাইনেও আরেকটা ধাক্কা দিতে চাইছিল বাঙালির মিডিয়াগুলো। এটা তো আরেক বিকৃত মানসিকতা, পাশবিকতা। নোংরা জিনিষ কখনো নোংরা জিনিষ দিয়ে দূরীভূত হয়না।

এই সবকিছু মিলিয়ে একটা ব্যাপার অনুভব করলাম। এই যে ৭১’এর যুদ্ধে পাশবিকতার জন্য, বিশেষ করে মা-বোনদের ওপর নির্যাতনের জন্য পাকিস্তানকে আমরা কত ঘৃণা করি; বাঙালির সাথে কোন দেশের যুদ্ধ লাগলে সেইদেশের মানুষগুলো মৃত্যুর আগ পর্যন্ত প্রতিরাতের স্বপ্নেই বাঙালির পাশবিকতাকে দেখে কেঁদে উঠবে। বাঙালি তো নিজেদের নারীদেরকেই দৌড়ের ওপর, হাটার ওপর খুবলে খায়; ভিনদেশি হলে আয়োজন করে খেত; গিনিয বুক অভ রেকর্ডসে স্থান করে নিত পৃথিবীর সবচেয়ে পৈশাচিক জাতি হিসেবে। গিনিয বুক অভ রেকর্ডসের প্রতি এমনিতেই তো বাঙালির অনেক দুর্বলতা আছে।

কাজেই পার্বত্য অঞ্চলের যেই মানুষগুলো বাংলাদেশ থেকে আলাদা হওয়ার স্বপ্ন দেখছ, খুব সাবধান করে...নিজেদের মা-বোনের কথাটা মাথায় রাখিস ভাই...

No comments:

Post a Comment