Saturday, April 18, 2015

কোন সমস্যার প্রকৃত সমাধান বাঙালি কখনোই খুঁজে পায়না

ছিন্ন সুঁতো জোড়া দিয়ে দিয়ে মূল অপরাধীকে ধরার শেষ পর্যায়ে চলে গিয়েছিল ফেলুদা। নিজের অক্ষমতা দেখে আক্ষেপ করে একটা দীর্ঘশ্বাস ফেলে লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু বলেন, ‘ধ্যাত, কত চেষ্টা করি আমার চিন্তা ঠিক আপনার চিন্তার সাথে এক লাইনে চালাবো...কোথায় যেন গুবলেট হয়ে যায়!’ 

ফেলুদা তখন বলল, ‘গুবলেট নয়, কলিশন; আপনি উলটো পথে চলেন কিনা। আপনি আগে ক্রিমিনাল ঠিক করে নিয়ে তার ঘাড়ে ক্রাইমটা বসানোর চেষ্টা করেন। আর আমি আগে ক্রাইমের ধাঁচটা বুঝে নিয়ে সেই অনুযায়ী ক্রিমিনালকে খোঁজার চেষ্টা করি।’ [রয়েল বেঙ্গল রহস্য]


কোন সমস্যার প্রকৃত সমাধান বাঙালি কখনোই খুঁজে পায়না। এর কারন কী জানেন? তাবত সমস্যাকেই তারা ‘জঙ্গিবাদ’এর দৃষ্টিকোণ থেকে হিসেব করতে চায়; সমাধানটাও হয় তাই জোড়াতালি মারা। সব সমস্যার মধ্যেই জামা’আত-শিবির আর হিযবুত-হেফাযত খুঁজে পাওয়াটা বাঙালির আরেকটা একটা সমস্যা হয়ে গিয়েছে। অসুস্থ হয়ে গিয়েছে এই জাতি। 


হাসানুল হক ইনুর একটা কথা মাঝেমধ্যেই আমার খুব মনে পড়ে। দেশের জলবায়ু পরিবর্তনের জন্য এক বক্তৃতায় তিনি জঙ্গিবাদকে দায়ী করেছিলেন। সে ভারী বিচিত্র এক ব্যাপার।

--------------
প্রসঙ্গঃ প্রথম আলোর ‘চাপদাড়ি’ (http://goo.gl/mGMvfv) (http://goo.gl/OgZFkx)

No comments:

Post a Comment