Monday, December 21, 2015

অ্যান্ড্রয়েডে পিডিএফ পড়ার জন্য সবচেয়ে ভালো ইবুক রিডার

অ্যান্ড্রয়েডে পিডিএফ পড়ার জন্য আমি অনেকগুলো পেইড এবং ফ্রি অ্যাপ ব্যবহার করেছি। সবগুলো ব্যবহার করার পর আমার উপলব্ধি হলো, অ্যান্ড্রয়েডে পিডিএফ পড়ার জন্য সবচেয়ে ভালো ইবুক রিডারটা হচ্ছে ebookdroid-1.6.6। ভার্শনটাও সাথে উল্লেখ করে দিলাম কারণ এই ভার্শনটা আমার কাছে ভালো লেগেছে সবচেয়ে বেশি।


কী কী সুবিধা আছে এতে যা অন্য ইবুক রিডারে পাইনি?

প্রথমত, এর ক্রপিং সুবিধা। একটা বইয়ের পাতার চারদিক থেকে সাদা অংশ কেটে আপনাকে শুধু লেখা অংশটাই পুরো স্ক্রিন জুড়ে এনে দিবে। ক্রপিংটা নিজের ইচ্ছে মত করে নিতে কম-বেশি করে নেয়ারও সুযোগ আছে।

দ্বিতীয়ত, স্প্লিটিং সুবিধা। কোন বই যদি এমন ভাবে লেখা হয় যে প্রতি পাতায় দুটো করে কলাম, তবে সেই বইটা সেল ফোনের ছোট স্ক্রিন থেকে পড়তে অনেক কষ্ট হয়। এমন বইয়ের পাতাকে স্প্লিট করে প্রত্যেকটা কলামকে নতুন একটা পাতায় নিয়ে আসে এই অ্যাপটা।

তৃতীয়ত, পিডিএফ এর পাশাপাশি ইপাব (epub), কমিক বুক রিডার (CBR), mobi, djvu – এই ফরম্যাটের বইগুলো এই রিডার দিয়ে পড়া যাবে। তবে আমার দেওয়া ভার্শনে ইপাব আর মোবিটা পড়া যায়না। ebookdroid 2+ ভার্শনে এই সুবিধা আছে।

চতুর্থ, বিজয়ের ANSI কোডিঙে লেখা বাংলা বইগুলো এই রিডারের মাধ্যমে পড়া যায়। আবারও,  আমার দেওয়া ভার্শনে এই সুবিধা নেই, ebookdroid 2+ ভার্শনে এই সুবিধা আছে।

আজ প্রধানত কথা বলবো প্রথম এবং দ্বিতীয় সুবিধাটা নিয়ে।

ক্রপিং

১. অ্যাপটা ইন্সটল দিয়ে যে কোন একটা বই ওপেন করুন
২. ছবির এই লাল বৃত্ত চিহ্নিত মেনু বারে টাচ করুন।





৩. ড্রপ ডাউন মেনু থেকে ‘crop pages (auto)’ তে ক্লিক করুন।




৪. এবার পেইজটা দেখুন।




স্প্লিটিং

১. দুই কলাম প্রতি পেইজে এমন কোন একটা বই ওপেন করুন।



২. মেনু বারে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে ‘split pages’ এবং ‘crop pages (auto)’ তে ক্লিক করুন।



৩. এবার পেইজটা দেখুন।




ebookdroid-1.6.6 (৩.৭৮ মেগাবাইট): http://www.mediafire.com/download/8k4d9i1084uap0y/ED_1.6.6.apk

ebookdroid-2.1.13 (৭.১০ মেগাবাইট): http://www.mediafire.com/download/20mch18cuwmumln/ED_2.1.13.apk


1 comment:

  1. https://play.google.com/store/apps/details?id=com.greentech.salatbn

    ReplyDelete