Wednesday, January 14, 2015

ইউনুস স্যারের সোশ্যাল বিযনেসঃ কী আসলে?

সোশাল বিযনেসের ব্যাপারটা হচ্ছে এরকমঃ
সমাজের উন্নয়ন হয় এমন একটা বিযনেসে আপনি ক্যাপিটাল প্রোভাইড করবেন, সেটা খাটিয়ে বিযনেসে যেই লাভ হবে তা রিইনভেস্ট করা হবে। অর্থাৎ, ব্যবসায়ের লাভের টাকাটা আবার ওই ব্যসায়েই ইনভেস্ট করা হবে। এভাবে একটা অনগোয়িং প্রসেস হিসেবে চলতে থাকবে ব্যাপারটা।


সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে, ব্যবসা থেকে আপনি কোন লাভ বা লভ্যাংশ পাবেন না, শুধু নিজের আসল টাকাটা তুলে নিতে পারবেন।


অন্যান্য ব্যবসায়ের সাথে সোশ্যাল বিযনেসের পার্থক্য হচ্ছেঃ


১. বেশিরভাগ বিযনেসের লক্ষ্য থাকে প্রফিট ম্যাক্সিমাইযেশনের ওপর; আরও কত বেশি বেশি লাভ করা যায়। কিন্তু সোশ্যাল বিযনেসের লক্ষ্য থাকে সমাজের কল্যান হয় এমন একটা বিযনেসে ইনভল্ভড হয়ে কীভাবে দারিদ্রতা বিমোচন করা যায়।
২. নন-প্রফিট বিযনেসের সাথে সোশ্যাল বিযনেসের পার্থক্য হচ্ছে, নন-প্রফিট বিযনেস চলে চ্যারিটি আর ডোনেশনের মাধ্যমে। সোশ্যাল বিযনেস চলবে নিজেদের টাকা দিয়ে; যেই লাভ হবে সেই লাভের টাকা আবার ইনভেস্ট করার মাধ্যমে।

সামারি করলে দাঁড়ায়,
-বিযনেসের লক্ষ্য হবে দারিদ্র্য বিমোচন অথবা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রযুক্তি ইত্যাদি কোন সমস্যা দূরীকরণ।
-বিনিয়োগকারীরা শুধু আসল টাকা ফেরত পাবে, আর কিছু নয়।
-বিযনেসের লাভের টাকা ওই বিযনেস বর্ধিত করন আর উন্নয়নের জন্য ব্যয় করা হবে।

প্রাসঙ্গিক একটা কথা বলি এখানে। ইসলামিক ফিন্যান্সিংএ একটা মোড আছে ‘কার্দ-আল-হাসানা’ নামে। উর্দূ-ফার্সির প্রভাবে সাব-কন্টিনেন্টে একে ‘কার্যে হাসানা/কর্জে হাসান’ বলে অনেকে। ইংরেজিতে টার্মটাকে ‘Beautiful Loan’ বলা হয়।

ব্যাপারটা কেমন? আপনি অভাবী কাউকে অর্থ দিলেন। আপনার অর্থ দিয়ে সে নিজের, নিজের পরিবারের দারিদ্র্য মোচনের জন্য ব্যবসা শুরু করল। সময় শেষে সে আপনাকে শুধু আপনার আসল টাকা ফেরত দিবে। আপনি তার মুনাফা থেকে কোন অংশ পাবেন না।

সে যদি সময় মত আপনার অর্থ ফেরত দিতে না পারে, তবে আপনি তাকে আরও সময় দিবেন। তারপরও যদি না পারে, আল্লাহ্‌কে খুশি করার উদ্দেশ্য আপনার অর্থের সম্পুর্ন বা কিছু অংশ সাদাকার নিয়তে মওকুফ করে দিবেন।

কার্দ-আল-হাসানা কে ইসলামিক অর্থনীতিবিদেরা তাই চ্যারিটি এবং লোনের একটা মিশ্রন হিসেবে বলে থাকেন।

ইউনুস স্যারের সোশ্যাল বিযনেস আইডিয়ার মধ্যে এই ‘কার্দ-আল-হাসানা’ ও আছে। তিনি একটা অনগোয়িং প্রসেসে ঢুকিয়েছেন ব্যাপারটা।

No comments:

Post a Comment