Tuesday, January 20, 2015

"হে আল্লাহ, আপনি যদি চান তাহলে আমাকে ক্ষমা করে দিন" হাদিসের ব্যাখ্যা


আবূ হুরাইরা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত,

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

তোমাদের কেউ এরকম বলবে না, হে আল্লাহ, আপনি যদি চান তাহলে আমাকে ক্ষমা করে দিন, যদি আপনি চান
তাহলে আমাকে অনুগ্রহ করুন, যদি আপনি চান তাহলে আমাকে জীবিকা দান করুনবরং দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করবে এবং মনে রাখবে তিনি যা চান, তা-ই করেন, তাঁকে কেউ বাধ্য করতে পারেনা।
[সহীহ বুখারি, ৬৩৩৯, ৭৪৭৭, সহীহ মুসলিম ২৬৭৯]

ব্যাখ্যাঃ
আল্লাহ যা ইচ্ছে করেন, তা-ই  করে থাকেন। তাই এভাবে মুনাজাত করার কোন সার্থকতা নেই যে, আপনি চাইলে করুন। ঠিক এমনিভাবে তাঁর কাছে দৃঢ়তার সঙ্গে কোন প্রার্থনা করলে আল্লাহকে বাধ্য করা হয়না। কেননা, তাঁকে কেউ বাধ্য করতে পারেনা, এটা প্রার্থনাকারীসহ সবাই জানে।

No comments:

Post a Comment