জিব্রাল্টার সম্পর্কে আমরা অনেকেই জানি। এটা নিয়ে কথা বলবনা এখন। কথা বলব এই ‘জিব্রাল্টার’ শব্দের উৎপত্তি বা etymology নিয়ে।
জিব্রাল্টার শব্দের উৎপত্তি একটা পাহাড়ের নাম থেকে। পাহাড়টা স্পেনের একটা স্থান। আর এই স্থানে পা রেখেছিলেন এবং জয় করেছিলেন মুসলিম লড়াকু সৈনিক তারিক বিন যিয়াদ রাদি আল্লাহু আনহু। তখন থেকে সেই পাহাড়টাকে বলা হত ‘জাবালে তারিক’। অ্যারাবিকে ‘জাবাল’ শব্দের অর্থ ‘পাহাড়’; জাবালে তারিক মানে হল ‘তারিকের পাহাড়’।
তারপর জায়গাটা মুসলিমদের হাত থেকে বেহাত হল। লোকমুখে ‘জাবালে তারিক’ শব্দটা বিকৃত হতে হতে হয়ে গেল ‘জিব্রাল্টার’, যেখানে জাবাল শব্দ থেকে ‘জিব্রাল’ আর তারিক থেকে ‘টার’ রয়ে গিয়ে দুইয়ে মিলে জিব্রাল্টার হয়েছে।
জাবালে তারিকের আগের নাম ছিল Mons Calpe। রোমানরা এই নামেই ডাকত
No comments:
Post a Comment