Monday, February 23, 2015

আপনার বাবা-মা’ই আপনাকে ভালবাসে আপনার জন্মেরও ঠিক নয়-দশ মাস আগে থেকে

কত ধরব? বিশ থেকে পঁচিশ বছর ধরি?

বিশ থেকে পঁচিশ বছর ধরে যে বাবা-মা আপনাকে এত আদর দিয়ে যত্ন করে কোলেপিঠে নিয়ে বড় করে তুলেছেন, সেই বাবা-মায়ের সাথেই আপনি যখন হরহামেশাই মিথ্যে কথা বলেন শুধু একটা ‘রিলেশানে’ থাকা কোন এক ‘জিএফ/বিএফ’ এর কারনে, আপনার সেই ‘গর্দভ’ জিএফ/বিএফ কি একটা বারের জন্যেও এটা ভাবেনা যে তার প্রতি আপনার ‘সততার’ ভিত্তি
কী তাহলে?


একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবাই আপনাকে ভালবাসতে পারবে জোরজার করে হলেও আপনার বয়স যত, ঠিক তত বছর ধরে। কিন্তু শুধু আপনার বাবা-মা’ই আপনাকে ভালবাসে আপনার জন্মেরও ঠিক নয়-দশ মাস আগে থেকে।

আপনি আপনার বাবা-মায়ের সাথে যেমন, আপনার সন্তানগুলোও আপনার সাথে ঠিক তেমন - মুখস্ত করে ফেলুন কথাটা। ইট ডায’ন্ট মিন দ্যাট আপনি খারাপ মানে আপনার বাবা-মাও খারাপ ছিল তাঁদের সময়কালে। কারন ‘ফার্স্ট টাইম’ বলে একটা কথা সবসময়ই আছে, এই ক্ষেত্রে যেটা আপনি, আনফরচুন্যাটলি।

No comments:

Post a Comment