“আমি দুমুখো নই। আমি মানুষের কাছে ভালো থাকার জন্য ভান ধরে থাকিনা। আমি যেটা করি সেটা লুকানোর জন্য কোন চেষ্টা করিনা।”
.
নিজেদের ‘সততার’ পরিচয় দেয় এই ভেবে যারা গোপনে পাপ করে তা প্রকাশ্যে মানুষকে বলে বেড়ায় তাদের জন্য একটা হাদীসঃ
.
নিজেদের ‘সততার’ পরিচয় দেয় এই ভেবে যারা গোপনে পাপ করে তা প্রকাশ্যে মানুষকে বলে বেড়ায় তাদের জন্য একটা হাদীসঃ
.
হযরত আবু হুরাইরা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার উম্মতের সবার গুনাহ্ ক্ষমা করা হবে কিন্তু দোষ-ত্রুটি প্রকাশকারীদের গুনাহ ক্ষমা করা হবে না। দোষ-ত্রুটি প্রকাশ করার ধরণ হলোঃ কোন ব্যক্তি রাতের বেলা কোন (মন্দ) কাজ করল তারপর সকাল হল। আল্লাহ্ তার এ কাজ গোপন রাখবেন। কিন্তু ব্যক্তিটা সকাল বেলা বলবে, ‘হে অমুক, আমি গতরাতে এই কাজ করেছি।’ অথচ সে রাত যাপন করেছিল এমন অবস্থায় যে আল্লাহ তার কাজগুলো গোপন রেখেছিলেন। কিন্তু সকাল বেলা সে আল্লাহর এই আড়ালকে সরিয়ে ফেলল।”
(বুখারী ও মুসলিম)
.
প্রত্যেক মানুষেরই জ্ঞানেই তার স্বেচ্ছায় করা পাপসমূহের খেয়াল আছে। আদম সন্তানের ওপর এটা কর্তব্য যে নিজেদের পাপগুলোকে তারা গোপন রাখবে। কৃত পাপের জন্য কেউ সত্যিই অনুতপ্ত হলে সে ব্যক্তি নীরবে-নিভৃতে একা একা তাঁর রবের কাছে হাত তুলে কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে। এটাই সততা এখানে।
.
অন্যদিকে গোপন পাপের কথা প্রকাশ্যে বলে বেড়ানোর অর্থ হলো, সে ব্যক্তি পাপের কাজগুলোকে হালকা ভাবে নিয়েছে। পাপ কাজগুলো তার মনে গভীরভাবে দাগ ফেলেনি বলেই সে ব্যক্তি কোন অনুতপ্তবোধ অনুভব করছেনা। এমন ক্ষেত্রে আল্লাহর কাছে তওবা করার সম্ভাবনাটা একেবারেই ক্ষীণ হয়ে পড়ে। যার মধ্যে অনুতপ্তবোধ নেই সে আবার ক্ষমা চাইবে কেন? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য অনুতপ্তবোধ করা তওবার অনেকগুলো শর্তের মধ্যে অন্যতম।
------------ ------------------
ভাবানুবাদঃ https://www.facebook.com/anamkaiser/posts/858079850944971
No comments:
Post a Comment