Friday, November 17, 2017

ক্যামেরার Metering Mode



ডিজিটাল ক্যামেরার অনেক গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়ই হালকা ভাবে নেয়া হয় এমন একটা টপিক হচ্ছে Metering Mode। এই ব্যাপার নিয়ে কিছু লেখার প্রয়োজনীয়তা অনেকদিন ধরেই অনুভব করছিলাম বলে আজ লেখাটা হাতে নিলাম। অল্প কথায় টপিকটা কাভার করার চেষ্টা করবো।

মিটারিং মোড জানার আগে আমরা একবার জেনে নেই Incident Light এবং Reflected Light নিয়ে।

ইনসিডেন্ট লাইট হচ্ছে সেই আলো যা বস্তুর উপর পতিত হয়। এককথায়, চারপাশে বিদ্যমান আলোই মূলত ইনসিডেন্ট লাইট।

এই ইনসিডেন্ট লাইট বস্তুর উপর পতিত হয়ে তা প্রতিফলিত হয় এবং সেই প্রতিফলিত আলোই ক্যামেরার সেন্সরে প্রবেশ করে। আর এই প্রতিফলিত আলোকেই বলা হয় রিফ্লেক্টেড লাইট। ক্যামেরা এই রিফ্লেক্টেড আলো দেখেই ছবির এক্সপোযার বিচার করে। ইনসিডেন্ট লাইট ক্যামেরা বুঝতে পারেনা। 

ফটোগ্রাফির কিছু পরিভাষা

Sensor ক্যামেরার ভেতরে অবস্থিত আয়তাকার একটা ডিভাইস যা ডিজিটাল ছবি ধারণ করে।
Full Frame Camera/FX Camera 36 X 24 সাইজের সেন্সর সমৃদ্ধ ক্যামেরাকে বলা হয়ে ফুল ফ্রেম ক্যামেরা।
Crop Camera ফুল ফ্রেম ক্যামেরার ছোট সব সেন্সরকে বলা হয় ক্রপ ক্যামেরা।
APS-C ক্যামেরা/DX ক্যামেরা ফুল ফ্রেম সেন্সর থেকে দুই ধাপ নিচের এক ধরণের ক্রপড সেন্সর সমৃদ্ধ ক্যামেরা যা ডিএসএলআর ক্যামেরাতে বহুল ব্যবহৃত হয়।
Shutter Speed ক্যামেরার সেন্সরের উপর থেকে শাটার সরে যাওয়া এবং ফিরে আসার মধ্যবর্তী সময়কে শাটার স্পিড বলে। একটা ক্যামেরা কতক্ষণ আলো গ্রহণ করবে সেটা নির্ধারণ করে দেয় শাটার স্পিড। উদাহরণঃ 1/60, 1/80, 1/3200 সেকেন্ড ইত্যাদি।

Tuesday, November 7, 2017

Exposure Triangle নামা। পর্বঃ ১ - শাটার স্পিড



Exposure Triangle নামটা দেখে আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই কারণ আমি এখানে জ্যামিতক ত্রিভুজ নিয়ে কোন কথার অবতারণা করবো না। আপনি যদি একজন ফটোগ্রাফার হয়ে থাকেন এবং চান যে আপনার ক্যামেরা দিয়ে আপনি ম্যানুয়েল সেটিংস-এ ছবি তুলবেন তাহলে Exposure Triangle নিয়ে জ্ঞান থাকা আপনার জন্য কর্তব্য এবং দায়িত্ব।

Exposure Triangle জানার আগে আমরা এটা জেনে নেয়ার চেষ্টা করি যে ফটোগ্রাফিতে Exposure শব্দটি দিয়ে ঠিক কী বুঝায়।

Saturday, October 21, 2017

ফুল ফ্রেম ক্যামেরা বনাম ক্রপ ক্যামেরা



ফুল ফ্রেম ক্যামেরা বনাম ক্রপ ক্যামেরা নিয়ে জানতে চাইলে প্রথমে জানতে হবে ডিজিটাল ক্যামেরার ইমেজ সেন্সর নিয়ে।

ক্যামেরার ইমেজ সেন্সর কী?

এটা ক্যামেরার ভিতরের আয়তাকার একটা ইলেক্ট্রনিক ডিভাইস যা মূলত ছবি ধারণ করে। লেন্সের মাধ্যমে আলো এই সেন্সরে প্রবেশ করে এবং আপনি দেখেন যে ক্যামেরা ছবি তুলেছে। এটা হচ্ছে খুব সহজ ভাষায় ইমেজ সেন্সরের পরিচয়। 

ক্যামেরা ইমেজ সেন্সর