Tuesday, December 23, 2014

'হ্যাপি' এবং সমাজের অধঃপতন

আমি সাধারনত আতঙ্কিত হইনা। তবে গতকালকে একটা ব্যাপার দেখে খুব বেশি আতঙ্কিত হয়েছি, ভয় পেয়েছি।

হ্যাপী নামের একটা মেয়ে এক এফএম রেডিও চ্যানেলের লাইভ প্রোগ্রামে গিয়ে পরপুরুষের সাথে নিজের করা সব অপকর্মের ফিরিস্তি দিল পইপই করে; দিন,তারিখ আর সময় সুদ্ধ।  সেটা আবার শ্রোতারা সরাসরি শুনেছেন।

ব্যাপারটা যখন জানতে পারি,  আতংক আর ঘৃণার একটা মিশেল শিরদাঁড়া বেয়ে চলে যায়। মানুষগুলোর অধঃপতন কোন পর্যায়ের হলে ব্যাভিচারের মত খারাপ একটা কাজ করে সেটা আবার রেডিও চ্যানেলের মাধ্যমে নিজ মুখে রাষ্ট্র করে দিতে পারে?  সমাজটা কতখানি দুষিত হলে মানুষকে সুযোগ দেয় সবার কাছে অবলীলায় এই পাপকর্মের কথাগুলো বলার?

তারচেয়েও বড় আতঙ্কের কথা, এই ধরনের কাহিনী শোনার মত পব্লিক আছে বলেই প্রোগ্রামগুলোতে এগুলো প্রচারিত হচ্ছে।

শারিয়াহ আইন থাকলে এতক্ষনে দোররা মারা হত এদেরকে। আরও স্পষ্ট করে বলতে গেলে, শারিয়াহ আইনে রাষ্ট্র চললে এইসব কুকর্ম করার কোন সুযোগই পেতনা।

পরবর্তী প্রজন্মদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। কিয়ামতের দিন যেন আবার প্রশ্ন  করে না বসে কেন একটা নোংরা সমাজ তাদেরকে উপহার দিয়েছিলাম।

No comments:

Post a Comment